জোলেখার প্রেম বুক পকেটে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৪, ০৯:৫১:০০ রাত
দুই বছরের প্রেম আমাদের
দুই মিনিটে ছাড়লি
জোলেখা তুই কেমন করে পারলি !
বুকের পাশে দেখলি পকেট
অসময়ে চাইলি লকেট
একটু ধৈর্য্য ধরতে বলা
ভাবলি তুই ছলা কলা
দুই বছরের প্রেম আমাদের
দুই মিনিটে ছাড়লি।
জোলেখা তুই কেমন করে পারলি !
রাখলিনা আর বুকের খবর
ঢুকলিনা আর বুকের ভেতর
তোর জন্য ভীষণ কাতর
করছে কেমন ধুপর ধাপর।
কি করে তুই পারলি
ছোট্ট একটা বায়না ধরে
অন্যের হাত ধরলি।
দুই বছরের প্রেম আমাদের
দুই মিনিটে ছাড়লি।।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছেড়ে তবু কেন গেলা!
আয় ফিরে দে দেখা৷
চিনলি নারে চিনলি না,
একটু ধৈর্য ধরলি না৷
তোরে ছাড়া চলবেনা
সেটা আর বলবনা
(ধন্যবাদ)
বুঝলিনারে তুই বুঝলিনা
স্লেভ ভাই এর কথা শুনলিনা
প্রেম???
না পকেট???
এজন্যই বলি, কঠিন পাসওয়ার্ড দিলে এর্কোম হতো নাহ...
সবাই বুঝে সেই কথা
উমামার মা বুঝেনা
জুলেখা তুই বুঝলিনারে
প্রেমের মজা পাইলিনারে
শুধুই রইলি পকেট ধরে
আহারে? আহারে?
মন্তব্য করতে লগইন করুন