ব্লগে ছবি এটাচ্ড হয়না মুশকিলে আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৪, ০২:৪৯:০০ দুপুর
একটা দারুন সমাস্যায় আছি টুডি ব্লগে
প্রতিদিন আমি তিনটা পিসি ইউস করি, দুইটা অপিসে, আমার ডেস্কে দুইটা পিসি, আর বাসায় লেপটপ, অপিসে যে পিসিটা আমার সেটা থেকে চলে আমার লিখালিখি আর অন্য পিসিটা অপিসএর মেইল এর কাজ করি, সমস্যা হল আমার পিসিটা থেকে ছবি এটাচ্ড হচ্ছেনা বেশ কিচুদিন যাবত, লিখা ড্রাফ্ট এর রেখে ফেইসুবকে ছবি সহ পোষ্ট দিচ্ছি, তাপর অপিস পিসিতে ডাউন করে আবার ব্লগ খুলে সেই ড্রাফ্ট এ এটাচ্ড দিয়ে পোষ্ট করতে হচ্ছে, সময় যাচ্ছে বেশী মেজাজ হচ্ছে চরম তার উপর মিরু, জোলেখা, শাহানারা আসছে কবিতায়, পাঠক এর নানা সন্দেহ, উপায় থাকলে জানাবেন মডু কিংবা পাঠক যে কোন কেউ, ছবি কেন এটাচ্ড হয়না
বিষয়: বিবিধ
৮১৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কইতে নাই উচাটনে
হতে পারে বুমেরাং
সেটাইতো দেখলাম
ইন্টারনেট এক্সপ্লোরার এ হয়না?
মন্তব্য করতে লগইন করুন