ভাল থেকো শিউলি আক্তার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৪, ০৯:১৫:৫০ সকাল
শেষ বিকেলের আলোয় তোমাকে আর
নতুন করে নাই কিছু বলার
তুমি ভাল থেকো শিউলি আক্তার।
ভাল থেকো তুমি সকালে বিকালে
ভাল থেকো মন খারাপ হলে
ভাল থেকো ভাল থেকো, নেই যে আর
নতুন করে কিছু বলবার
তুমি ভাল থেকে শিউলি আক্তার।
বর্ষায় ভাল থেকো শিউলি, ভাল থেকো গ্রীষ্মে
তোমার ভাল থাকায় হোক লোকের হিংসে
সৃষ্টিতে ভাল থেকো তুমি, ভাল থেকে ধ্বংসে
ভালো থেকো উচ্ছিষ্টাংশে কিংবা সর্বাংশে
ভাল থেকো ভাল থেকো, নেই যে আর
নতুন করে কিছু বলার
তুমি ভাল থেকে শিউলি আক্তার।
তুমি ভাল থেকো শিউলি আক্তার আর
কিছুই নাই বলবার সূর্যাস্তের এই সন্ধ্যা বেলায়
কিই বা আছে বলার।
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিউলি আক্তার কে ভাই?
কবিতও লিখতে কইছে
-----ইতি, উমামার মা
পরসমাচার এই যে, আপনার জন্য কবিতা একখান লিখে শরমে পোষ্ট করতে পারছিনা, শনিবারে চোখ বন্ধ কইরা পোষ্ট মাইরা দিমু
আম্মু বলছে কবিতা লিখতে সমস্যা নেই কিন্তু এরশাদ চাচ্চুর মত কবিতায় যেন অ্যান্টিদের নাম বেশী না থাকে
---উমামা
আন্টির কথা লিখব না
লিখি যদি আবার
তোমরা কিন্তু দেখবেনা
এই বার খবরটা দিতেই হচ্ছে।
বাকপ্রবাসের হৃদয়ে বাজছে হাহাকার।
আমার নেই কিছু আর বলার,
জাতির জানার আছে অধিকার।
আমরা বাজাই তবলা ঢুলি
মন্তব্য করতে লগইন করুন