অচল ঘড়ির কাটা নড়ে উঠে কখনো সখনো
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ মার্চ, ২০১৪, ০৮:৪১:৪৫ সকাল
রাস্তা কাচা আর সরু গলিতে
আসবেনা তোমার মার্সিডিজ কোন মতে
বৃষ্টি হলে একাকার কাদামাটি জল
এখনো তেমনটা আছে অবিকল
নাক ছিটকিয়ে ছেঃ বলে নিতে পারো জুতো হাতে
আসতেই হবে কিছুটা পথ একা পাযে হেটে।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
এখনো সেই চেয়ারটা আছে, যদিও ভাঙ্গা এক পা
যেখানে বসে তুমি চুমুকে দিয়ে চা
বলতে আমায় একটা কিছু কর, আর কতকাল...
অপেক্ষার দিন কোন মতেই, যায়না আজকাল
বুঝেও আমি উড়িয়ে দিতাম আমার শুণ্য হাড়ি
মুহুর্তেই প্রতিবাদ তোমার, এ ভীষণ বাড়াবাড়ি।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
অভেযোগ নেই কোন, সবইতো নিয়তি
বলা হয়নি তোমাকে, কমতো করিনি মিনতি
কার কথা কে শুনে, নিজেরাই কি শুনি আর
খোদা কেন শুনবে বল! তার কি দরকার
ভাবছ তুমি আভিমানি আমি, তাই দিয়েছি আড়ি
আমারতো ঠিক ছিলনা হাড়ি, কি করে কিনব বল শাড়ি।
দম দিয়ে উল্টো ঘুরিযে দেব আমার অচল ঘড়ি
মন চাইলে চলে এসো আমার সেই পুরোনো সেমিপাকা বাড়ি।।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উমামার বাবা-মায়ের মত করে কজনেইবা বোঝে!!
বলতে আমায় একটা কিছু কর, আর কতকাল...
**
কার কথা কে শুনে, নিজেরাই কি শুনি আর
খোদা কেন শুনবে বল! তার কি দরকার
**
স্বচ্ছলতার সুখ কিনেছি দাম্পত্যসুখের দামে
লক্ষন ভাল না।
মন্তব্য করতে লগইন করুন