আমাদের সংসার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০২ মার্চ, ২০১৪, ১০:১৭:১৯ সকাল
আমি আর উমামা, তুমি আছো আর
ছোট্ট একটা পাখির বাসা, আমাদের সংসার
রাগ আছে দু:খ আছে, আছে আরো ক্ষোভ
ঝগড়া বিবাদ আছে, আছে বিক্ষোভ
হাতা আছে হাতি আছে, আছে ভাত বন্ধ
মাতা আছে মাতি আছে, আছে ভাল মন্দ
আছে অভাব আছে স্বভাব ঘাত প্রতিঘাত
আছে বাগড়া আছে ঝগড়া চলে দিনরাত
আছে সুখ আছে উন্মুখ আছে ঠিকবেঠিক
আছে অসুখ আছে বড়ি হ্যামিওপেথিক
আমি আর উমামা, তুমি আছো আর
ছোট্ট একটা পাখির বাসা, আমাদের সংসার
বিষয়: বিবিধ
১১০৬ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোন অসূখ বিসূখে ঘরে হোহিওপ্যথিক বড়ি আনলে নিমিশেই শেষ হয়ে যায়। কারণ আমার ঘরে হোমিওপ্যথিক বড়ীর চাহিদা যে একটু বেশী। আমার বড় মেয়ে এবং মেঝ মেয়ে এই বড়ির শিশির বারোটা বাজায়ে ছাড়ে।
শুভ কামনা রইল।
কর্তা নাই ঘরে,
সোনার সংসার তাকে
বলে কেমন করে?
মন্তব্য করতে লগইন করুন