কৈশরিক ইন্দ্রজাল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মার্চ, ২০১৪, ০২:১৫:২৯ দুপুর



আজও আমি আছি পড়ে সেই কৈশোরিক ভাবনায়

সেই প্রথম ভাল লাগার আমার ঐন্দ্রজালিক কল্পনায়

আজও আমি ঘুরে ফিরে আছি পড়ে সেখানটায়

বলা হয়নি তোকে দ্বিধান্বিত চোখে ভালবাসি তোমায়।

Rose

কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়

যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয়।।

Rose

অনিল স্যারের ঘরে সবাই হেসে মরে প্রাইভেটে

অংক ইংরেজী দুটোই পড়াত নাম মাত্র রেটে

তোমার গা ঘেষে দাঁড়াত এসে হাতটা কাঁধে

বানান ভুলের ছলে টেনে দিত গালে অবাধে।

Rose

কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়

যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।

Rose

জানতাম আমি হচ্ছে পাগলামি এ হবার নয়

মনটা তবু মানছেনা কিছুতেই যদি কিছু হয়

সেই দিন বুঝিনি কেন তুমি খুঁজেছিলে রুমালটা

পকেটে হাত রাখতেই ভাবলাম ধোয়া ছিলনা ওটা।

Rose

কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়

যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।

Rose

জানিনা কোথায় এখন তুমি করছ কার সংসার

কার ঘরে লোডশেডিং হলে মোমের হয়না দরকার

ইদানিং কেন জানি পড়ছে মনে ভীষণ করে

আমি তাই ফিরে যায় আবার সেই কৈশরে।

Rose

কুমিরার মিরু ছিলাম আমি ভিরু আর ছিল ভয়

যদি দাও ফিরিয়ে মুখটা ঘুরিয়ে ছিল সেই শংসয় ।।

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

184954
০১ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাবি পড়লে কিন্তু আপনার খবর আছে।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
137095
বাকপ্রবাস লিখেছেন : আমনেরা না কইলেইতো হইল
184982
০১ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
137096
বাকপ্রবাস লিখেছেন : আমারো ভাল লাগল এটা কেমন কমেন যেন ভাল লাগা, ধন্যবাদ রইল
184992
০১ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
137098
বাকপ্রবাস লিখেছেন : খুব করে ধন্যবাদ রইল
185028
০১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে মন। আহারে চেতনা। চির সবুজ মনের ভাবনা নিয়ে হাজারো মহাকাব্য যেন মন ভরেনা। সেই অতৃপ্তদের সারীতে দাড়িয়ে আপনার কবিতার ধ্বনি সত্যিই ভাল লাগার মত। ধন্যবাদ।
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৫
137099
বাকপ্রবাস লিখেছেন : লজিং মাষ্টর অনেকদিন পর দেখা নতুন কি সিরিয়াল আসছে?
০২ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৯
137359
প্রবাসী মজুমদার লিখেছেন : সিরিয়াল আছে। সময়ের অপেক্ষায়। শুরু করলে থামতে নেই। তাই সময় খুজছি। ধন্যবাদ।
185086
০১ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
০১ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
137100
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ বাংলার দামাল সন্তানGood Luck Good Luck
185190
০১ মার্চ ২০১৪ রাত ১১:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাইছে! আবার মিরু!
এখন তাহলে আর ভিরু না সাহসি হয়ে উঠেছেন।
তবে প্রিন্ট আউট নিয়া ঝুলায়ে দিয়া আসব নাকি পতেঙ্গায়? অথবা আপনার ভাগিনার মাধ্যমে পাঠাব। Smug Thinking
০১ মার্চ ২০১৪ রাত ১১:৩২
137136
বাকপ্রবাস লিখেছেন : বিমান কিন্তু পতেঙগায় আর যাবেনা কইলাম
185231
০১ মার্চ ২০১৪ রাত ১১:৪৯
সজল আহমেদ লিখেছেন : অনেক ভাল লাগছে।দেশের পরিস্থিতি নিয়ে একটা কবিতা লিখুন প্লিজ।
০২ মার্চ ২০১৪ রাত ১২:১৯
137165
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সজল আহমেদ ভাই, চেষ্টা করব ইনশাআল্লাহ, আসলে বিগত দিনগুলোতে দেশ নিযে আমরা এতটাই ধোয়াসায় ছিলাম আর আছি সেই ফুটন্ত কড়াই এর মতো তাই একটু স্থির হয়ে লিখতে হবে
০২ মার্চ ২০১৪ রাত ০১:১৫
137197
সজল আহমেদ লিখেছেন : কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
০২ মার্চ ২০১৪ রাত ০১:১৫
137198
সজল আহমেদ লিখেছেন : কবিতা পড়ার অপেক্ষায় রইলাম।
185378
০২ মার্চ ২০১৪ সকাল ০৯:৫০
শেখের পোলা লিখেছেন : কুমিল্লার মীরু,
ছিলনাতো ভীরু,
যতদূর জানি,
পেলে হাত ছানি,
কি করিত জানা নাই৷
কথাগুলো তবে,
বলেদিতে হবে,
যদি উমামার মার কভু দেখা পাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File