ঠোট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মার্চ, ২০১৪, ০৯:৪৭:৪০ সকাল
তোমার ঠোটে লিপষ্টিক মানায়
মানায়নাতো ঠোট কাটুনি
কেন তুমি ঠোটে কাঁদো
নামটা হল ছিচ কাঁদুনি
কেন তোমার ঠোটে ঝাঝ
ঠেঠর ঠেঠর গালিগালাজ
কেন তোমার ঠোট থামেনা
বেজেই চলে সকাল সাঁঝ
ঠোটতো তোমার নয় বিশ্রি
খাওনা কেন মিছরি
তোমার ঠোটে হয়ে উঠুক
শব্দমালা সুশ্রী
গাইতে চাই গান তোমার ঠোটের
শুনতে চাইনা এই ঠোট কোন জোটের
তোমার ঠোট হোক সান্তনা সবার
যন্ত্রনা দেবেনা এই ঠোট আর
বিষয়: বিবিধ
২২৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবি জানে???
ভাবি জানলে ঘরে খবর আছে।
আর তিনি জানলে কিন্তু সাতবছর সরকারী ডেগের খানা আছে।
মন্তব্য করতে লগইন করুন