বাদরামি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৪:৩১ রাত
একটা বানর ঝুলছিল এক গাছে
একটা বানর বলছিল ঠিক আছে
ঢালটা যখন উঠল করে ঠাস
পড়ল বানর ছিটকে চিত পটাশ।
হাতটা কোথায় পাচ্ছেনা আর খুঁজে
পা'টাও দেখি রাখল কে গুজে
নাকটা আছে কানটা হল ধাওয়া
চোখ ঘোলাটে যাচ্ছেনা আর চাওয়া।
বুঝল বানর চলবেনা আর বাদরামি
ঢাল নরমে চলবেনা আর ঢুলানি
একটা বানর হেসেই মরে শেষে
উহ বলে ধরল আবার এসে।
বিষয়: বিবিধ
১৮৭০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বানরটা কি জাপা নাকি বাল
দেখতে দেখতেই হচ্ছে তারা তল
১৩ থেকে ইহছে পতন শুরু
খোলশা করে বলুন না হে গুরু!
দেখতে দেখতেই হচ্ছে তারা তল
১৩ থেকে হইছে পতন শুরু
খোলশা করে বলুন না হে গুরু!
....তবে ছড়াটি ভাল হয়েছে। ধন্যবাদ।
সামুতে প্রথম দেখলাম, দুর্দান্ত
নিচের লিঙ্কে আমার মন্তব্যে গিয়ে দেখেন হারিকেন আর রাহ'বার কেও দুষ্টামী করায় গাছে তুলে রাখছে
কুমরা গুলো একটু ধরে সাহায্য কর...
কুমরা গুলো একটু ধরে সাহায্য কর...
=============
চেতনা আছে বুকে,
চোখের আলো নাই তাতে কি?
প্রলাপ আছে মুখে৷
সব গেল চুকে
কানে ধরছি আর হাসুম না
হয়ে কি করবে? Day Dreaming
ছাত্র : বিয়ে
স্যার :আমি বুঝাতে Time Out চাচ্ছি বড়
হয়ে তুমি কি হবে ?
ছাত্র : জামাই
স্যার :আরে আমি বলতে D'oh চাচ্ছি তুমি বড়
হয়ে কি পেতে চাও?
ছাত্র : বউ
স্যার : গাধা Not Listening তুমি বড় হয়ে মা বাবারজন্য কি করবে।
ছাত্র : বউ
নিয়ে আসবো ।
স্যার : গর্দভ Waiting
তোমার বাবা মা তোমার
কাছে কি চায় ?
ছাত্র : নাতী নাতনী
স্যার : ইয়া খোদা..... At Wits' End তোমার
জীবনের
লক্ষ্য কি ?
ছাত্র : বিয়া
মন্তব্য করতে লগইন করুন