দিল বিভ্রাট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৮:২৮ সন্ধ্যা
দিলে যদি ফ্যাক্ট থাকে পারফেক্ট হয়না
পারফেক্ট না হলে সেই দিল চাইনা
আমি তাই দিয়ে যায় পারফেক্ট দিলটা
সকলেই বুঝে তা মিরু শুধু বোঝেনা
উমামা দৌড়ে আসে মিরুটা কে আবার
ওই দেখ লাঠি হাতে মা আসে দফা রফার
মিরু কে? মিরু কে? থাকে কই করে কি?
কার এতো সাহস হলো আমার সাথে চালাকি!
আরে ধ্যুর কবিতায় কত মিরু আসে যায়
এভাবে এ্যাক্ট হলে রি-এ্যাক্ট হয়ে যায়
আমি তাই ফ্যাক্ট ছেড়ে সাদা রাখি দিলটা
ফাঁকা ছিল তাই তুমি নিয়ে খেলে শেষটা
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছবিটা সুন্দর লাগল। আজকে সকালে আধ কেজি গরুর গুর্দা মানে হৃতপিন্ড কিনেছিলাম কলিজা,ফ্যাসকা সহ। কসাই গুর্দাটা কাটার পর ঠিক একই রকম লাগছিল।
মন্তব্য করতে লগইন করুন