দিল বিভ্রাট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৮:২৮ সন্ধ্যা



দিলে যদি ফ্যাক্ট থাকে পারফেক্ট হয়না

পারফেক্ট না হলে সেই দিল চাইনা

আমি তাই দিয়ে যায় পারফেক্ট দিলটা

সকলেই বুঝে তা মিরু শুধু বোঝেনা

Rose

উমামা দৌড়ে আসে মিরুটা কে আবার

ওই দেখ লাঠি হাতে মা আসে দফা রফার

মিরু কে? মিরু কে? থাকে কই করে কি?

কার এতো সাহস হলো আমার সাথে চালাকি!

Rose

আরে ধ্যুর কবিতায় কত মিরু আসে যায়

এভাবে এ্যাক্ট হলে রি-এ্যাক্ট হয়ে যায়

আমি তাই ফ্যাক্ট ছেড়ে সাদা রাখি দিলটা

ফাঁকা ছিল তাই তুমি নিয়ে খেলে শেষটা

বিষয়: বিবিধ

৮১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

183398
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
নীল জোছনা লিখেছেন : ভালো লাগলো অনেক ভালো তাই অনেক ধন্যবাদ
183404
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লাগলো
183406
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : থাকেন প্রবাসে। লিখেন এমন কবিতা। লাঠি ছাড়া কি খানার বাটি হাতে আসবে?
ছবিটা সুন্দর লাগল। আজকে সকালে আধ কেজি গরুর গুর্দা মানে হৃতপিন্ড কিনেছিলাম কলিজা,ফ্যাসকা সহ। কসাই গুর্দাটা কাটার পর ঠিক একই রকম লাগছিল।
183413
২৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
সিটিজি৪বিডি লিখেছেন : মিরু টা কে?
183468
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৭
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমরও একই কথা মিরু কে? মিরু কে? থাকে কই করে কি?
183511
২৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৫
183654
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : মিরু টা কে? Day Dreamingমিরু টা কে? Day Dreamingমিরু টা কে? Day Dreamingমিরু টা কে? Day Dreaming
183668
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৭
সজল আহমেদ লিখেছেন : অতিচমত্‍কার!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File