সাদা এপ্রোন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৩৭:০৩ সকাল
সাদা এপ্রোন জিইসি মোড়
লাগলো চোখে অন্য রকম ঘোর
বয়েস কমতে কমতে ঠেকেছে বারো
থাকলে সুযোগ কমাতাম আরো
আগেও দেখেছি তোমাকে অনেকবার
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর
পড়লে প্রেমে এমনই হয়
সর্বলোকে এমনই কয়
রোদটা তখন দুপুর ছাড়িয়ে
তোমার কাছে গেল হারিয়ে
আগেও দেখেছি তোমাকে অনেকবার
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর
আমি তখন যাত্রী ছাউনিতে বসে
ছিলাম অপেক্ষায় বাস কখন আসে
হর্ণটা দিয়ে আসলে শেষে বাস টা
জানলা দিয়ে বারেক দেখার চেষ্টা
আগেও দেখেছি তোমাকে অনেকবার
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর
তোমার জন্য জানতাম আসবে গাড়ি
রোজ যেভাবে ফিরতে তুমি বাড়ি
তবুও আমার লেগেছে তোমায় ভাল
হয়নি বলা যদি ভ্রু কুচকে ফেলো
আগেও দেখেছি তোমাকে অনেকবার
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর
পড়ল মনে অনেক দিনের পরে
সেই তুমি আজকে আমার ঘরে
মাঝে গেল ঝড় তুফানে তোলপাড়
সেসব কথা ভাবতে চাইনা আর
আগেও দেখেছি তোমাকে অনেকবার
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেদিনের মতো ঘোর লাগেনিতো আর’
....এখন যাকে সব সময় দেখছেন সে নাতো? নয়লে কিন্তু খবর থাকতে পারে...
কতই না কবিতা পড়েছি আপনার ,
এইবারের মত ঘোর লাগেনি আর।
পুরাতন প্রেমের স্মৃতি আমার,
আসছে ফিরে বার বার।
কতই না কবিতা পড়েছি আপনার ,
এইবারের মত ঘোর লাগেনি আর।
মন্তব্য করতে লগইন করুন