জগৎভোলা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৪:৪৪ সন্ধ্যা



রাত জেগে ফেইসবুক ব্লগেও ঢু-টা

বিছানা ছাড়েনা সকালের ঘুম-টা

হুড়োহুড়ি খেয়ে মরি আপিসটা হলে লেট

চাকরীটা হয়ে যাবে মামলেট বা গুমলেট

Rose

জি স্যার জি স্যার হয়ে যাবে এক্ষুণি

এইতো শেষ প্রায় লাঞ্চটা সেরে নি

দূর ছাই মর ছাই ফাইলটা পাচ্ছিনা

বিকালটা মাটি আজ মাথা কাজ করছেনা

Rose

সন্ধ্যায় অপিস ছুটি না গেলে বাজারে

কিচেনে তালা হবে কিযে মজা আহারে

“না খেয়ে থাকো তবে কিচেনে তালা আজ

তবু্ও হয়নাতো তোমার আর শরম লাজ”

Rose

এভাবেই চলছে রোজকার সংসার

অস্থির সময়টা লাগামটা নাই তার

কোন ফাঁকে চলে যায় আজানের ধ্বনিটা

ভুলেও ভাবিনা ওপারের হিসাবটা।

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182044
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
সুমন আখন্দ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
134540
বাকপ্রবাস লিখেছেন : স্যার সিগারেট কমছেতো? নাকি বাড়ছে আরোTongue
182047
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
সজল আহমেদ লিখেছেন : অনেক সুন্দর ছন্দগুলো এবং কবিতার ভাব!
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
134628
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ সজল আহমেদ ভাই
182050
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : ঠিক ঠিক ঠিক স্যার,
নাই কোন অমত আর৷
ফাঁক পাই যখনি,
ল্যাপটপে তখনই৷
রেগে মেগে বউ বলে,
সতীনের সংসার৷
ব্লগটা টেনে ধরে,
কি করিব আমি তার৷
রোজ রোজ একই কথা,
কাঁহাতক সওয়া যায়৷
রাগ করে কখনওবা
নাইয়র চলে যায়৷
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
134632
বাকপ্রবাস লিখেছেন : যায় আবার আসেতো
এসে বলে ভালতো
ফেসবুক ব্লগ নিয়ে
থাকো তুমি মন দিয়ে
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
134646
মাজহার১৩ লিখেছেন : গুরু শিষ্যের ছন্দ
কি আনন্দ কি আনন্দ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৭
134658
বাকপ্রবাস লিখেছেন : গুরু গুরু ভাই ভাই
শিষ্য আসলে কেই নাই
আমরাই গুরু আমরাই শিষ্য
আমরা সাধারণ সেটাই বিশেষ্য
182058
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক বলেছেন
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
134634
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck হুমমমম
182090
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
জোবাইর চৌধুরী লিখেছেন : চমৎকার কবি ভাই।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
134647
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ আপনাকেও তাই
182108
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৩
প্যারিস থেকে আমি লিখেছেন :
চমৎকার চমৎকার
ছড়াটা আপনার
যাচ্ছে দিন এমনিতেই
আছেন যত ব্লগার।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
134648
বাকপ্রবাস লিখেছেন : ফেবু ব্লগে
আঠার মতো আছি লেগে
182110
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:২৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৯
134651
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
182126
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪০
মুমতাহিনা তাজরি লিখেছেন : চমৎকার কবিতা।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
134652
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ জানবেনGood Luck Good Luck
182135
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫১
বাংলার দামাল সন্তান লিখেছেন : নামাজ সকল প্রকার খারাপ কর্ম থেকে দূরে রাখুন। ধন্যবাদ শিক্ষনীয় কবিতা।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
134653
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাইযান
১০
182302
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাই ভাই, ভাই ভাই
কিচমৎকার কিচমৎকার
Rose Rose Rose Rose
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
134958
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ ভাই ভাই ভাই ভাই
১১
182529
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২২
সায়িদ মাহমুদ লিখেছেন : "হুড়োহুড়ি খেয়ে মরি আপিসটা হলে লেট" এ তো আমার প্রতিদিনকার অবস্থা "প্রবাস" বদ্দা? কি আর কইতাম! শুধু কইলাম মারহাবা্! মারহাবা!
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
134959
বাকপ্রবাস লিখেছেন : এবার ঠিক করছি বয়েস নামিয়ে আনব ১২তে, আপনার একটা চাক্কা ওয়ালা তক্তা কিনুম তারপর রাতে বের হবো সেটা নিয়ে
১২
189882
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৪৫
সায়িদ মাহমুদ লিখেছেন : তারপর কি হইবো বদ্দা?
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৪৮
140874
বাকপ্রবাস লিখেছেন : তারপর লোডশেডিং হইব, পোষ্ট দিছি
১৩
189908
১০ মার্চ ২০১৪ দুপুর ১২:২১
সায়িদ মাহমুদ লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File