জগৎভোলা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৫৪:৪৪ সন্ধ্যা
রাত জেগে ফেইসবুক ব্লগেও ঢু-টা
বিছানা ছাড়েনা সকালের ঘুম-টা
হুড়োহুড়ি খেয়ে মরি আপিসটা হলে লেট
চাকরীটা হয়ে যাবে মামলেট বা গুমলেট
জি স্যার জি স্যার হয়ে যাবে এক্ষুণি
এইতো শেষ প্রায় লাঞ্চটা সেরে নি
দূর ছাই মর ছাই ফাইলটা পাচ্ছিনা
বিকালটা মাটি আজ মাথা কাজ করছেনা
সন্ধ্যায় অপিস ছুটি না গেলে বাজারে
কিচেনে তালা হবে কিযে মজা আহারে
“না খেয়ে থাকো তবে কিচেনে তালা আজ
তবু্ও হয়নাতো তোমার আর শরম লাজ”
এভাবেই চলছে রোজকার সংসার
অস্থির সময়টা লাগামটা নাই তার
কোন ফাঁকে চলে যায় আজানের ধ্বনিটা
ভুলেও ভাবিনা ওপারের হিসাবটা।
বিষয়: বিবিধ
১০৬৭ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাই কোন অমত আর৷
ফাঁক পাই যখনি,
ল্যাপটপে তখনই৷
রেগে মেগে বউ বলে,
সতীনের সংসার৷
ব্লগটা টেনে ধরে,
কি করিব আমি তার৷
রোজ রোজ একই কথা,
কাঁহাতক সওয়া যায়৷
রাগ করে কখনওবা
নাইয়র চলে যায়৷
এসে বলে ভালতো
ফেসবুক ব্লগ নিয়ে
থাকো তুমি মন দিয়ে
কি আনন্দ কি আনন্দ
শিষ্য আসলে কেই নাই
আমরাই গুরু আমরাই শিষ্য
আমরা সাধারণ সেটাই বিশেষ্য
চমৎকার চমৎকার
ছড়াটা আপনার
যাচ্ছে দিন এমনিতেই
আছেন যত ব্লগার।
আঠার মতো আছি লেগে
কিচমৎকার কিচমৎকার
মন্তব্য করতে লগইন করুন