গোপন কথাটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৮:২৫ সকাল
গোপন কথাটা আর রইলনা গোপনে, ডায়রী লিখার ব্যাপারটার কথা বলছিলাম, কানে কানে কানাকানি হতে হতে সেটা গড়াল উমামা পর্যন্ত, প্রশ্নটা করেই বসল, প্রথমে বলল "আব্বু তুমি মিথ্যুক একটা,"
কেন মা মনি এটা বলছ কেন?
"তার আগে বল তুমি বলনি পৃথিবীতে সবচাইতে বেশী ভালবাস আমাকে, এটা বলনি? বল বল বল...."
হুম বলেছিতো, এখনো বলছি, আবারো বলব, প্রতিদিন বলব, সপ্তাহে বলব, মাসে বলব, বছরে বলব, যুগে বলব, যতদিন না তুমি অবাধ্য হবে আমার, আমাদের, প্রকৃতির, ধর্মের, আদর্শের, মানবতার............
" আচ্ছা মানলাম, তবে সবাই যে বলাবলি করছে তুমি ডায়রী লিখছ আম্মুর জন্য, তাহলেতো দেখছি আমার চাইতে আম্মুকে বেশী ভালবাস"
"তোমার সাথে আড়ি কথা নেই যাও"
ও তাই, আচ্ছা তোমার জন্যও লিখব, আগেও লিখেছি এখনও লিখব আগামীতেও লিখব, এই নাও তোমার ছড়া...........
নিজে করি / বাকপ্রবাস
আম খাব কেটে দাও
কলা খাব দাও ছিলে,
চিবুতে পারবনা ব্লান্ডারে ছেড়ে দাও
আমি শুধু টুক করে নেব গিলে।
খাবনা খাবনা আম কলা খাবনা
স্বাদহীন পানসে তৃপ্তি মিলছেনা।
ভাত খাব মেখে দাও
কাটাকুটা বেছে দাও,
পানিটা ঢেলে দাও
দেখি মুখে তুলে দাও।
খাবনা খাবনা মাছে ভাতে খাবনা
স্বাদহীন ভাত পানি খেযে মন ভরছেনা।
পেয়েছি পেয়েছি ইউরেকা পেয়েছি
স্বাদটা গেল কোথায় খুজেঁ এবার পেয়েছি
খেতে হবে নিজ হাতে চিবিযে নিজ দাতে
তবেইতো স্বাদটা ধরা দেবে নিজে যাচি।
দাও দাও আরো দাও না খেয়ে ছাড়ছিনা
আজ একটু বেশী খেলে মরেতো আর যাচ্ছিনা।
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর লিখেছেন। আমি আমার পেইজগুলোতে শেয়ার করে দিচ্ছি।
বর্তমানের মেয়েরা যেই পর্দাশীল (?)
জামা কাপড়ের সাথে সাথে বোরকা টাও হাঁটুর উপর পর্যন্ত তুলে ফেলছে। আর এই শর্ট বোরকার নিচে পরিধান করে জিন্স, টাইস জাতীয় আঁট সাঁট কিছু একটা, দেখামাত্রই বুঝে আসে যে , উক্ত নির্লজ্জ কন্যাটি কতো নিম্নমানের রুচিবোধের অধিকারী।
এই ধরনের বোরকা না পরাই উচিৎ , কারন বোরখাটা তো পর্দার জন্য ।
আর আরেকদল তো , যত ছোট ড্রেস ততো মডার্ন (!) আর এটাকেই যুগ শ্রেষ্ঠ ফ্যাশান মনে করে। ( আল্লাহ রক্ষা করুক সবাইকে এ ধরনের পোশাক পরিধান থেকে । )
একদল আছে - বোরকা পরে ঠিকই , কিন্তু মুখ খোলা রাখে । কেমন যেনো ঘরের দরজা বন্ধ করে জানালা খোলা রাখার মতো।
নিজেরা নিজেদের সম্ভ্রম বিলিয়ে দিচ্ছে ! অন্যে তাকালে দোষ ? ছেলেরা কিছু বললে দোষ । আপনি খোলামেলা বের হচ্ছেন এটা দোষের নয়?
প্রয়োজনের তাগিদে আমরাও তো রাস্তায় বের হই। কোথায় -কেউ তো আমাদের টিজ (!)করা তো দূরে থাক, চোখ তুলে পর্যন্ত তাকায় না ? আমি শপথ করে একটি কথা বলতে পারি-আপনি যদি শরিয়তের সঠিক নিয়ম অনুযায়ী পর্দা করেন ! তাহলে অবশ্যই সশদ্ধভাবে চলাফেরা করবেন- কেউ চোখ তুলেও চাইবেনা আপনার দিকে ইনশাআল্লাহ্ ।
আল্লাহ বলেছেন হে নবী !! তোমারা মুমিন মহিলাদের বলে দেও , তারা যেন নিজেদের উপর নিজেদের চাদরের আচল ঝুলিয়ে রাখে। এতে তাদেরকে চিনতে পারা যায় ও ফলে তাদেরকে কেউ উত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু
( আহযাব. -৫৯)
স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল মুসলমানের প্রতি পর্দা করা অনন্য ফরজের মতোই একটি ফরজ বা অবশ্যই পালনীয় কর্তব্য ।
আর হ্যাঁ বোন ! খুব বেশী কারুকার্য সম্বলিত বা ঝাকানাকা টাইপের বোরকা পরিধান করবেন না।
ইনশাআল্লাহ ! তাহলে আপনি দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করতে পারবেন।
লেখাটা সৃজনশীল লেখা।খুব ভাল হয়েছে।
লেখাটা সৃজনশীল লেখা।খুব ভাল হয়েছে।
এত গুলি মন্তব্য আপনার বাড়ীতে আর আপনি কোথায়।
জানি জানি ঘুরাঘুরি করতে গেছেন।
মন্তব্য করতে লগইন করুন