না বৃষ্টি না রোদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:১৮:৪২ বিকাল
উমামার আম্মুর অভিযোগ, ঈদ কোরবান জন্মদিন বিবাহ বার্ষিকী এসব আসে আর যায় উইশ করাতো দূরের কথা মনেও থাকেনা, তাই ভাবলাম কিছু একটা দেব যেটা টাকার মূল্যে হবেনা, আজকে একটা ডায়েরী পেলাম গিফ্ট, সেখানো লিখা শুরু, এবারের ছুটিতে গেলে কোন উপলক্ষ ছাড়াই দেব ভাবছি, আপনারা আবার গোপন কথা ফাঁস করে দেবেননা, ডায়রীতে কি লিখব সেটা অবশ্য ব্যাক্তিগত না, আপনারাও পড়তে পারবেন যদি হাতের লিখা বুঝতে পারেন, আমার হাতের লিখা আবার বগার ঠেং...........
বৃষ্টিটা হোক এবার সেটাই চাইছি
অসময়ে বসে একা সেটাই ভাবছি
গুমোট চারপাশ যেন দম বন্ধ
বৃষ্টি আয় আয় ধুয়ে মুছে গন্ধ
.
রোদটা উঠুক এবার সেটাই চাইছি
সারাদনি বৃষ্টি কিযে বিচ্ছিরি
কাদাজল ভাসে মল আহা কি গন্ধ
আয় রোদ আয় আয় ডুবো খানাখন্দ
.
না বৃষ্টি না রোদ কোনটাই চাইনা
মন আমার নিজেকেই করছে ভর্ৎসনা
লাগছেনা ভাল আর ভেজা কিংবা শুকনো
তুমি ছাড়া হতচ্ছাড়া জীবন এক অন্য।
বিষয়: বিবিধ
৩৩৪৭ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাতের লিখা কাউয়ার ঠেং
সাজি থাক গুজি থাকি
তবুও চাই পত্র প্রেম
----------------------------------- আমরা এখানে সব সময় ডিউটি-রা্ন্না-কাপড় ধোয়া-ফেসবুক-ব্লগ-অনলাইন-অপলাই ইত্যাদিতে বিজি থাকি । একথাটি বললেইত হয়।
না বৃষ্টি না রোদ কোনটাই চাইনা
চাই শুধু তোমাকে (এই কথাটা লাগাতে পারতেন)
ঘরের কথা পরকে জানাইয়া দিলেন!!!
হাতের লিখা তাই একটু মন্দ লাগে অতি
মন্তব্য করতে লগইন করুন