একমুঠো রোদ্দুরের গান
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১২:৪৩:১৩ দুপুর
বেড়েছে নাকি শিষা বাতাসে আজ তোমার মুখটা ফেকাসে
আজ তুমি হাসতে গিয়ে পারছনা হাসতে অনায়াসে
বলবে নাকি খুলে আমাকে আজ তোমার হয়েছে টা কি
হয়তো আমার কিছুই করার নেই তবুও শুনতে যে চাইছি
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
কেন তুমি হাসনা মন খুলে কিসের এতো অভিমান তোমার
নিত্যদিনের ঝুট ঝামেলা সেতো যাবেনা কোথাও জায়গা নেই যাবার
তবুও হাসতে তোমার হবেই ভাসতে হবে ভালো মনের আলো জ্বালো
মুছতে হবে পৃথিবীর নোংরা আর ময়লা যত দুমড়ে মুছড়ে উপড়ে ফেলো
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
জানলা খুলে দেখ তুমি ডাকছে তোমায় সুন্দর পৃথিবী
দেখ ফুল পাহাড় নদী তোমার জন্য গাইছে বনের পাখি
তোমার চোখে স্বপ্ন দেখে ঘর ছাড়ার দু:খ ভুলে আছি
জীবনতো এমনই মনের চোখে দেখতে হয় যেমন কানামাছি
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
বিষয়: বিবিধ
১৬৭৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবছি ওইদিকে চলে যাব। সারাজীবন বিষাক্ত নিঃশ্বাস নেয়ার চাইতে গড়ে পাঁচ বছরে একটা জলোচ্ছাস এর মুকাবিা করা ভাল।
বাবাকে দেখাও তোমার দুষ্টুমির বাহার
জ্বলে উঠুক উমামার মুখে হাসির দিয়া
প্রশান্ত করে দিয়ে যাক বাবার হিয়া.....
অনেক অনেক আদর, দোয়া ও শুভকামনা রইলো উমামার জন্য।
কেন কি হয়েছে?
-সে বলেছে, আমি নাকি পাগল হয়ে গেছি তাই তার জন্য অন্য একটা আম্মু লাগবে, আমাকে আর আম্মু ডাকবেনা
-হা হা হা হা তাই নাকি, কেন কি করেছ তুমি
হ্যালো হ্যালো হ্যালে......ধ্যুর নেট ডিসকানেক্ট
লেইজ পিতা গয়না
কিনে দেবে আয়না
হলদে শাড়ি চুড়ি
লাল রংএর ফিতা দিব।
রাগ করনা উমামা ।।
হবেনা আর মুখ ভারি
মিয়াজী ভাইয়া
কিনে দেব গয়না
চাচ্ছুর মালা গলায় দিয়ে
হাসবে তুমি পরান খুলে।।।
লাল শালুকের ফুল দেব
রাতের বেলা তারা দেব
এসব দেখে সুর্যের পাশে হারিকেনে
হেসে পাবেনা কূল।।।
উ…মামা তুমি গোমড়া মুখে থেকনা আমার ভাল লাগেনা
উ…মামা তুমি মুখ ফেকাসে থেকনা দেখতে ভাল দেখায়না
কিনে দেব গয়না
চাচ্ছুর মালা গলায় দিয়ে
হাসবে তুমি পরান খুলে।।।
লাল শালুকের ফুল দেব
রাতের বেলা তারা দেব
এসব দেখে সুর্যের পাশে হারিকেনে
হেসে পাবেনা কূল।।।
মন্তব্য করতে লগইন করুন