শেকল......

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৬:৪৮ সকাল



গতকাল তোলপাড় গেছে ব্লগ পাড়ায়, প্রবাসীদের বউ প্রসংগে, সমস্য, সম্ভবনা, প্রাপ্তি, অপ্রাপ্তি, নিয়তি, দায়িত্ববোধ, সমাজ, সংসার একাকার মন্তব্য আর গন্তব্য, বউ থাকে একা দেশে আর বর করে প্রবাস যাপন, বউদের দুঃখের সীমা নেই, কারো কারো বউ আবার পালিয়ে বেড়ায় সংসার থেকে, সমাজ থেকে কিন্তু পারেনা নিজের কাছ থেকে পালাতে, পালানো কি এত সহজ! পালাতে দিলেতো! দেখি এই কবিতা ছেড়ে কোথায় যাস! পারবি নাকি থাকতে কবিতা ছেড়ে? যা'না পালিয়ে.. যা যা যা, কবিতাই তোর শেকল........

Rose

আমার মতো কে তোকে আর বাসবে বল ভাল

কে দেবে তোর চুলের সীথি করে এলোমেলো

কে দেবে তোর হুক লাগিয়ে ব্লাউজের শেষটায়

পারবি নাকি ছাড়িয়ে যাবি আমায় হাজার চেষ্টায়

Rose

তবে ঘুড়ি যা দূরে উড়ে উড়ে দিলাম ছিড়ে সুতো

তুই খোঁজে নে তোর আকাশ তোর মনের মতো

Rose

কে তোকে বাসবে ভাল বলনা আমার মতো

এমন করে পড়বে তোর মনের কথা যতো

কে তোকে পাড়িযে দেবে ঘুম চোখে দিয়ে চুম

আমার মতো কে দেবে বল এমন উষ্ণতার ওম

Rose

তবুও তুই যাবি যদি দিলাম ছিড়ে সুতো

মুক্ত আকাশ উড়ে যা তুই ইচ্ছে মনের মতো

Rose

আমি না'হয় নিজের গানে নিজেই দেব সূর

আমার গানে যদি তোর মনে না লাগে ঘোর

তবুও আমি তোকেই চাই কেবল তোকে তোকে

তোর কথা ভাবতে আমার তুফান উঠুক বুকে

Rose

পারবি নাকি ছেড়ে যেতে তবে দিলাম ছিড়ে সুতো

যা ঘুড়ি যা তবে যা উড়ে উড়ে অন্য সবার মতো

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

177730
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩১
সিটিজি৪বিডি লিখেছেন : এই কবিতা অবিবাহিত ও বাচ্চাদের পড়া উচিত হবে না। হাহাহা
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৬
131215
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue Tongue
177742
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি ভয়ংকর!!!
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৭
131216
বাকপ্রবাস লিখেছেন : কবিতা ভয়ংকর হলে খেলা দেখেন ফুটবল খেলা মজার বেশ
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩৯
131226
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বক্সিং ভাল লাগে।
177748
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
প্রবাসী আশরাফ লিখেছেন : কি সাংঘাতিক কাব্য... Worried Worried Worried...বউ যদি সত্যি সত্যি চইল্যা যায়...তহন তো আম-ছালা দুইটাই যাইবো... Thinking Thinking Thinking
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৯
130919
আবু তাহের মিয়াজী লিখেছেন : কে তোকে বাসবে ভাল বলনা আমার মতো

এমন করে পড়বে তোর মনের কথা যতো
কিলিখেছে দেখছেন। অবিবাহিত আশরাফ ভাই।Tongue

কে তোকে পাড়িযে দেবে ঘুম চোখে দিয়ে চুম

আমার মতো কে দেবে বল এমন উষ্ণতার ওম
১৬ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
131058
প্রবাসী আশরাফ লিখেছেন : আবু তাহের ভাই, এই লাইনগুলো জবানে উচ্চারিত হতেই আপাদমস্তক শিহরিত হই...পাজরের ভেতর কেমন যেন একটা পুলকিত অনুভূত হয়...Winking) Winking) Winking)
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৮
131217
বাকপ্রবাস লিখেছেন : আসেন সবাই মিলে বল খেলি, কবিতা বাদ
177760
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৭
প্রেসিডেন্ট লিখেছেন : জব্বর। আমার খেলতে মঞ্চায় এ ভাবিগো লগে। Tongue Tongue Tongue Tongue
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৮
131219
বাকপ্রবাস লিখেছেন : ডাংগুরি নিয়ে আসেন ফুটবল খেলন যাইবনা
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
131465
সিটিজি৪বিডি লিখেছেন : এই ভাবীদের সাথে পারবেন না প্রেসিডেন্টস সাব।
177763
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৫২
সান বাংলা লিখেছেন : ভালো লাগলো Good Luck Good Luck
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
131220
বাকপ্রবাস লিখেছেন : কি ভাল লাগল ভাইযান, ফুটবল খেলা বুঝি?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪১
131854
সান বাংলা লিখেছেন : ভয়ংকর কবিত আর ভারতের মহিলা ফুটবল লীগ!
177775
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : যেমন করে কথাগুলো বললেন আমি তো...! এখনকার মেয়েরা আর তেমনটা নাই! সুতো ছিড়ে দিলে সত্যি পালিয়ে যাবে, উড়ে যাবে অন্যের ছাদে...তখন কাঁদতে পারবেন! আমাদের তেমন চিন্তা নাই কারন এখনো...
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
131221
বাকপ্রবাস লিখেছেন : আমনেরা আছেন না!! ধইরা আনবেন
১৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৩
131454
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভাই পাখি এক ডাল ছেড়ে অন্য ডালে গেলে তাকে আবার ফিরিয়ে আনা বহুত ঝামেলার...
177823
১৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
আবু তাহের মিয়াজী লিখেছেন : উপরের ছবিটা সেরকমঁ! I Don't Want To See I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:২৯
131222
বাকপ্রবাস লিখেছেন : আসেন ফুটবল খেলি
177982
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : কেউ যদি তয় বাসে ভালো
আমার চেয়ে বেশী,
যাস চলে তুই তারাই সাথে,
যেথায় লাগে খুশী৷
এমন কথা ভুলেও কভু
আনিওনা মুখে,
যায়না বলা হয়ত জীবন
কাটবে তোমার দুখে৷
১৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩০
131223
বাকপ্রবাস লিখেছেন : যেওনা তুমি যেওনা
এভাবে গিয়ে ঠকে গেছে সকিনা
যেওনা তুমি যেওনা
সবাই যাক চলে তুমিতো আর সবাই না
178287
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : হিহিহিহিহিহি। Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
131442
বাকপ্রবাস লিখেছেন : Happy>- Happy>- Happy>- Happy>- ফর বছর ফূর্তি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File