শেকল......
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৬:৪৮ সকাল
গতকাল তোলপাড় গেছে ব্লগ পাড়ায়, প্রবাসীদের বউ প্রসংগে, সমস্য, সম্ভবনা, প্রাপ্তি, অপ্রাপ্তি, নিয়তি, দায়িত্ববোধ, সমাজ, সংসার একাকার মন্তব্য আর গন্তব্য, বউ থাকে একা দেশে আর বর করে প্রবাস যাপন, বউদের দুঃখের সীমা নেই, কারো কারো বউ আবার পালিয়ে বেড়ায় সংসার থেকে, সমাজ থেকে কিন্তু পারেনা নিজের কাছ থেকে পালাতে, পালানো কি এত সহজ! পালাতে দিলেতো! দেখি এই কবিতা ছেড়ে কোথায় যাস! পারবি নাকি থাকতে কবিতা ছেড়ে? যা'না পালিয়ে.. যা যা যা, কবিতাই তোর শেকল........
আমার মতো কে তোকে আর বাসবে বল ভাল
কে দেবে তোর চুলের সীথি করে এলোমেলো
কে দেবে তোর হুক লাগিয়ে ব্লাউজের শেষটায়
পারবি নাকি ছাড়িয়ে যাবি আমায় হাজার চেষ্টায়
তবে ঘুড়ি যা দূরে উড়ে উড়ে দিলাম ছিড়ে সুতো
তুই খোঁজে নে তোর আকাশ তোর মনের মতো
কে তোকে বাসবে ভাল বলনা আমার মতো
এমন করে পড়বে তোর মনের কথা যতো
কে তোকে পাড়িযে দেবে ঘুম চোখে দিয়ে চুম
আমার মতো কে দেবে বল এমন উষ্ণতার ওম
তবুও তুই যাবি যদি দিলাম ছিড়ে সুতো
মুক্ত আকাশ উড়ে যা তুই ইচ্ছে মনের মতো
আমি না'হয় নিজের গানে নিজেই দেব সূর
আমার গানে যদি তোর মনে না লাগে ঘোর
তবুও আমি তোকেই চাই কেবল তোকে তোকে
তোর কথা ভাবতে আমার তুফান উঠুক বুকে
পারবি নাকি ছেড়ে যেতে তবে দিলাম ছিড়ে সুতো
যা ঘুড়ি যা তবে যা উড়ে উড়ে অন্য সবার মতো
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন করে পড়বে তোর মনের কথা যতো
কিলিখেছে দেখছেন। অবিবাহিত আশরাফ ভাই।
কে তোকে পাড়িযে দেবে ঘুম চোখে দিয়ে চুম
আমার মতো কে দেবে বল এমন উষ্ণতার ওম
আমার চেয়ে বেশী,
যাস চলে তুই তারাই সাথে,
যেথায় লাগে খুশী৷
এমন কথা ভুলেও কভু
আনিওনা মুখে,
যায়না বলা হয়ত জীবন
কাটবে তোমার দুখে৷
এভাবে গিয়ে ঠকে গেছে সকিনা
যেওনা তুমি যেওনা
সবাই যাক চলে তুমিতো আর সবাই না
মন্তব্য করতে লগইন করুন