শতাব্দী টেইলার্স
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৫:৩৯:২৯ বিকাল
হাত কাটি পা কাটি, বুক কাটি দুই ভাগ
গলা কাটি ক্যাচাৎ করে, চকে আগে দিই দাগ
ছেলে কাটি মেয়ে কাটি, কাটা কাটি রাত দিন
কাকা কাটি কাকি কাটি, মাপ টা নিতে দিন
দেখি আপা ভাই বোন, দেখি বুকের মাপ টা
সোজা হয়ে দাড়ান দেখি, লুস করেন হাত টা
কাটা কাটি মাপ ঝোক, শেষ হলে কট কট
মেশিন টা চালু করে, সেলাই টা ঝট ফট
আহা আহা লাগছে বাহা, পূব পাড়ার পরী না!
প্রীতি না ক্যাট না, এতো আমাদের বাংলার কারিনা
বিষয়: বিবিধ
১৭৪৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে কাটাকাটির পরে ভাল লাগলো। ধন্যবাদ।
আপনি সরে দাড়ান কাষ্টমার আসতে দিন
মাপটা ঠিক মতো ভাল করে নিতে দিন
শরিয়তি মাপঝোক জনতাকে বুঝতে দিন
মেডাম এর শরম নাই তাই শুধু মাপ দেন
এই সিন কাটা যাক।
কাটিং মাষ্টার লোক ভাল জানা ছিল ঠিক তাও
দেখনা মাথায় টুপি শরিয়তি মাপ ঝোক
বাকপ্রবাস লোক খারাপ ব্যাপারটা তাই হোক
ক্ষমা চাই ক্ষমা চাই কার্টিং মাষ্টার লোক ঠিক
আমি কিছু দেখিনাই বুবু জান মাপ দিক
করেনকি সারাদিন!
সামনে পাবলিক,
সাটারটা টেনেদিন৷
ফিতাখানা জব্বর,
মাপনেয় সুক্ষ৷
খোঁজে শুধু মেয়েদের,
ছেলেদের দুঃখ৷
কাটিং মাষ্টার লোক ভাল জানা ছিল ঠিক তাও
দেখনা মাথায় টুপি শরিয়তি মাপ ঝোক
বাকপ্রবাস লোক খারাপ ব্যাপারটা তাই হোক
ক্ষমা চাই ক্ষমা চাই কার্টিং মাষ্টার লোক ঠিক
আমি কিছু দেখিনাই বুবু জান মাপ দিক
পিষতে হবে বাটা উটার সাথে
মন্তব্য করতে লগইন করুন