পাঁচ টাকায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৭:৩৮:৪১ সন্ধ্যা



পাঁচ টাকায় ঝালমুড়ি

পাঁচ টাকায় বাদাম

পাচঁ টাকায় বিরানী

চাও যদি গদাম

Rose

পাঁচ টাকায় চকলেট

পাঁচ টাকায় আচার

পাচঁ টাকায় বুফে!

দেব তুলে আছার

Rose

পাচঁ টাকায় বিড়ি

পাঁচ টাকায় পান

পাচঁ টাকায় চা

সেটা ভুলে যান

Rose

পাঁচ টাকায় মিষ্টি নেই

কিংবা সন্দেশ

ওই দেখ বিনে পয়সায়

বিকাচ্ছে দেশ।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174696
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
মারজান বিন ছনা লিখেছেন : এই কবিতা লেখার পিছনে কোন ঘটনা প্রেরণা দিছে তা না জানালে পাঁচ টাঁকার মানে বুঝতে পারছি না !!! এখন তো মনে হয় একটা পানও ৫ টাকায় মিলে না !!! কিন্তু ১.৮০ টাকায় আলু ১ কেজি মিলে !!!!


Day Dreaming Day Dreaming
০৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
127904
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বিনা পয়সায় যেখানে দেশ বিকাচ্ছে সেখানে আলু ১.৮০ হতেই পারে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:০০
127909
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:১৫
127914
মারজান বিন ছনা লিখেছেন : Crying Crying Crying Crying Waiting
174710
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৪১
সিকদারর লিখেছেন : বিনে পয়সায় নয় দেশ,
গদির বিনিময়ে,
লাশের সিড়ি বেয়ে ,
আছে তারা বেশ।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
127936
বাকপ্রবাস লিখেছেন : দেশ যদি যায়
গদির মূল্য নাই
174718
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছোট বেলায় ৫ টাকা দিয়ে সকালের নাস্তা করতাম কখনও কখনও। দুই টাকায় দুটি পরোটা দুই টাকার ভাজি আর এক কাপ চা। এখন একটা পরোটাই ৫ টাকা!!!
শুধূ মানুষের জীবনের দাম এখন কমেছে।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
127937
বাকপ্রবাস লিখেছেন : বাবারা গল্প করতেন এক আনা দুই আনার, আমরা করছি ১টাক ৫টাকার, পরবর্তী প্রজন্ম করবে ১০০ টাকা ৫০০ টাকার....হুম জীবনের দাম কমে যাচ্ছে দিন দিন
174725
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
সিটিজি৪বিডি লিখেছেন :
একটা সমুচা পাবেন।
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১১
127940
বাকপ্রবাস লিখেছেন : বাসী হবেনাতো!
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৪
127941
সিটিজি৪বিডি লিখেছেন : আরে না তবে ফাস্টফুড শপে পাবেন না..ফুটপাতে পাবেন।
174738
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:১৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাই এখন ৫টাকা ফকির ও নেয় না?
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৯
128067
বাকপ্রবাস লিখেছেন : দেশের চাইতে ৫টাকার মূল্য বেশী, দেশ বিনা পয়সায় বিকানো হচ্ছে
174743
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৯
হতভাগা লিখেছেন : চমতকার কোবতে । এই নিন আপনার পুরষ্কার


০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪০
128068
বাকপ্রবাস লিখেছেন : হায় হায় পিঠেতো দেখি রাজাকারী সল পড়ব
174772
০৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৮
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪০
128069
বাকপ্রবাস লিখেছেন : আপনাকেও ৫টাকার পরিমাণ ধন্যবাদ
174873
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : হায় হায় কয়কি!
পাঁচটাকা কমকি?
আলু পাবে ঝুড়ি ভোরে,
লাশ নেবে কটা?
বিনা দামেমূলা আর,
ধান হলে কাটা৷
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
128145
বাকপ্রবাস লিখেছেন : শেখ সাহেবের দেশে
বিনামূল্যে লাশ মেলে
মারে হেসে হেসে
175309
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:০৫
আবু তাহের মিয়াজী লিখেছেন : লেখাটি ৫টাকা পরিমান ভালো লাগলো। Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin Big Grin
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১০
128574
বাকপ্রবাস লিখেছেন : পাঁচ টাকার নাস্তা আনেন, আমরা আইতাছি পরশু রাতে, ছুটি নিবেন একটু আরলি
১০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১৭
128576
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসলেত আর কথাই নেই। ক্যমরা কিনেছিএকটা।
১০
177354
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : খুব আগের কথা নয়। ১৯৯৪-৯৫ সালের কথা। তিন টাকায় নাস্তা খেতাম। দুটো পরোটা দু টাকা আর এক টাকায় ভাজি। আর এখন? টাকা মনে হয় তেজ পাতা।
১৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৮
130488
বাকপ্রবাস লিখেছেন : আমার অবাক লাগে দেশের মানুষ কি করে চলে, চা দোকানে কি করে আড্ডা দেয়, আমার কিন্তু সাহস হয়না এখনো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File