বুঝা পড়ার ভুল

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫১:৩৩ দুপুর



যদি সে তোমায় দেখে পিক করে হাসবে

যা বুঝার তা বুঝবে

যদি সে আসতে যেতে টুক করে কাশবে

যা বুঝার তা বুঝবে

যদি তার চোখের পলক তিড়িং বিড়িং নাচবে

যা বুঝার তা বুঝবে

যদি সে এটা সেটা খুঁজতে গিয়ে তোমার কাছে আসবে

যা বুঝার তা বুঝবে

যদি সে একলা ঘরে মন আনন্দে গাইবে

যা বুঝার তা বুঝবে

যদি সে আসি বলে লাল শাড়িটা পড়বে

যা বুঝার তা বুঝবে

বুঝা পড়ার ভুল ছিল তা ভুলটা যেদিন ভাংবে

আসল বুঝা বুঝবে

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172932
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৬
ডক্টর সালেহ মতীন লিখেছেন : বেশ কঠিন ও দুর্বোধ্য, ধন্যবাদ আপনাকে।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
127386
বাকপ্রবাস লিখেছেন : হা হা তাই নাকি...ধন্যবাদ স্যার
172940
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৪
শফিউর রহমান লিখেছেন : পিক করে নয়, ফিক করে হাসবে ...
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:০৯
127387
বাকপ্রবাস লিখেছেন : দাত একটা বেশীতো তাই ফিক করে পারেনা, পিক হয়ে যায়
০৯ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
128138
শফিউর রহমান লিখেছেন : এমন জবাবের চাইতে আমরা যদি নিজের ভাষার সৌন্দর্য রক্ষার জন্য বানানের দিকে যত্নবান হতাম তবে কতই না ভাল হতো...।
172941
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪১
হতভাগা লিখেছেন : এটা কোন ছবির Still Picture ?

Blade / Residential Evil/ Vampires
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১০
127388
বাকপ্রবাস লিখেছেন : গুগুল মামারে সার্চ মাইরা নিকালাইসি যা কওনের মামারে জিগান
172942
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দূর্বল হৃদয়ের ব্লগাররা এই পোষ্ট এর ছবি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন । I Don't Want To See
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
126515
আবু তাহের মিয়াজী লিখেছেন : এক দম ১০০% সহমত। বাহার ভাইয়ের সাথে।Happy>- Happy>- Happy>- Happy>- Happy>-
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
127389
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
172945
০৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪৮
শিশির ভেজা ভোর লিখেছেন : কোপতেটা পইড়ে কোলজেটা ফাইট্টা যাইবার নেছে Crying Crying
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
127390
বাকপ্রবাস লিখেছেন : নাকি নায়িক কইলজা ধইরা টান মারছে
172965
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : আমি বুঝেছি
কিছু একটা ঘটেছে।
তানাহলে এমন কবিতা
জাতির সামনে আসার কথানো Big Grin Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee Bee
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১২
127391
বাকপ্রবাস লিখেছেন : বেশী বুইঝলে কইলজা কিন্তু এভাবে টেনে বের করা হবে
173003
০৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
সিটিজি৪বিডি লিখেছেন : হুম..........মাথায় কিছু্ই প্রবেশ করছে না।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৩
127392
বাকপ্রবাস লিখেছেন : Tongue Tongue কন কি? কইলা আছেতো জায়গা মতো
173074
০৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : ৫০০তম পোষ্টের শুভেচ্ছা ।
১,বক পিড়িত। =১০০
২, ঠগ পিড়িত । = ২০০
৩, মগ পিড়িত। = ৩০০
৪, পক পিড়িত।= ৪০০
আরেকটা নিজেই দেন।
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৫
127393
বাকপ্রবাস লিখেছেন : আসলে আমি নিজেই খেয়াল করিনি কততম পোষ্ট আপনার কমেন্ট পড়ে গিয়ে দেখলাম অনেক পোষ্ট তো হয়ে গেল দেখছি তবে ছাকুনি দিলে ২/৪ টা টিকবে কিনা সন্দেহ, ধন্যবাদ রইল খুব করে
173284
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
জোবাইর চৌধুরী লিখেছেন : যদি কেউ এমন ভাবে লিখে
তাহলে কি বুঝব? বলুন তো দেখি..... Winking Love Struck Tongue
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
127394
বাকপ্রবাস লিখেছেন : বুঝেও যে বুঝেনারে
তারে বুঝাই কি করে?
১০
173299
০৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
127395
বাকপ্রবাস লিখেছেন : Good Luck ধন্যবাদ স্যার
১১
173367
০৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৬
ভিশু লিখেছেন : Chatterbox Chatterbox Chatterbox
Rolling Eyes Rolling Eyes Rolling Eyes
Broken Heart Broken Heart Broken Heart
Day Dreaming Day Dreaming Day Dreaming
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
127396
বাকপ্রবাস লিখেছেন : স্যার কইলজা আছেতো ঠিক জায়গায়
নাকি পরান আছে কইলজা নায় হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File