মহেন্দ্র ক্ষণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মে, ২০১৪, ০১:৫৯:৩৭ দুপুর
আজ তোমায় বলব সে কথা
কেউ ফেরাতে পারবেনা
আজ আমায় বলতেই হবে
কোন বাঁধাই মানবনা।
আজ আমি বখতিয়ার খলজি
অশ্বমিটার বেগে
এককার হয়ে যাবে আজ
সবেগে আবেগে।
আজ আমাকে বলতেই হবে
থাকবেনা আর চাপা
এভাবে আর পারছিনা
বাষ্প ধরে রাখা।
পারছিনা আর থাকতে
কিযে যন্ত্রণাময়
এভাবে আমার পিছু
না ঘুরলে কি নয়!!!!
বিষয়: বিবিধ
৯৭৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তারাই প্রকৃত "বীরপুরুষ"
আর -
(কু)কাপুরুষেরা সবার কাছেই সারেন্ডার করে!
মন্তব্য করতে লগইন করুন