বাহ বাংগালি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৪, ০৪:১৪:২৮ বিকাল

অস্ত্র মামলায় ব্স্ত্র খুলে লম্ফ ঝম্ফ বিচারক

এক খোঁচাতে কলম ভেঙ্গে উঠল ফাঁসি আচানক

দিল্লি নাড়ে বিল্লির লেজ মেয়াও করে এ দেশে

খাচার পাখি দেখায় তেজ পাখনা মেলে উড়বে সে

At Wits' End

স্বাধীনতায় ভাল্লাগেনা পরের হাতে দিয়ে ভার

বাঙ্গালি চির কালেই সব দিয়ে দেয় মন উদার

সেই যে কবে হয়েছিল ভারত থেকে বাংলা ভাগ

বংগ ভংগ রদ হয়ে যায় চুপ মেরে কয় হয়ে যাক

At Wits' End

পাকিস্তানে লেজ গুটালো বাংলা গর্জে হুংকারে

গর্বে তাহার বুক ফেটে যায় স্বাধীনতার অহংকারে

সেই যে আবার দিল ঘুম দিল্লি পাঠায় ভদকা মাল

স্বাধীনতা যাকগে আবার বাংগালি ঘোর ঘুমে টাল

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170935
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩২
ভিশু লিখেছেন : জয় বাংলা জয় হিন্দ
লুঙ্গি খুলে ধুতি পিন্দ... Loser Loser Loser
170936
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৭
পবিত্র লিখেছেন : Applause Applause Thumbs Up Thumbs Up
170947
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১৯
শিশির ভেজা ভোর লিখেছেন : চমৎকার হয়েছে চালিয়ে যান
170985
৩১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : প্রাদেশিক সরকারের লোক হয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফল।
171005
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অস্ত্র মামলায় রায় দিলেন বিচারপতি মনমোহন
171031
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫২
নূর আল আমিন লিখেছেন : জয় বাংলা gay hind
171044
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০১
সিকদারর লিখেছেন :
স্বাধীনতা যাকগে আবার বাংগালি ঘোর ঘুমে ( ডিজি ) টাল ।
সুন্দর কবিতা ।
171057
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
বিচাহীন পতিরা আজ খুলেছে বস্ত্র
জনগন কাপড় তুলে তাক করেছে অস্ত্র
171223
০১ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০০
শেখের পোলা লিখেছেন : আর কতকাল রইবি ঘুমে
জাগরে এবার জাগ দেখি৷
কান ধরে তোর মারছে লাথি,
হাঁ করে তুই দেখিস কি?
চোখে তোমার চল্লিশা আর
তাকিয়ে থাক দূরবীনে,
থাকতে সময় লাগাও ওষুধ
নয়ত চশমা নাও কিনে৷
মসজিদে তোর পড়বে তালা,
মোয়াজ্জিনেও ডাকবে না,
পৈতা ধূতী, তূলসী টিকি
তোমার পিছু ছাড়বে না৷
মঙ্গল দীপ জ্বালতে হবে,
সন্ধ্যা কালে শঙ্খনাদ৷
সময় থাকতে দাঁড়াও ঘুরে,
সামনে পাতা মরণ ফাঁদ৷৷
১০
171420
০১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৮
egypt12 লিখেছেন : আসুন সমস্বরে বলি "ভারত ভাগ্য বিধাতা"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File