বাহ বাংগালি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩১ জানুয়ারি, ২০১৪, ০৪:১৪:২৮ বিকাল
অস্ত্র মামলায় ব্স্ত্র খুলে লম্ফ ঝম্ফ বিচারক
এক খোঁচাতে কলম ভেঙ্গে উঠল ফাঁসি আচানক
দিল্লি নাড়ে বিল্লির লেজ মেয়াও করে এ দেশে
খাচার পাখি দেখায় তেজ পাখনা মেলে উড়বে সে
স্বাধীনতায় ভাল্লাগেনা পরের হাতে দিয়ে ভার
বাঙ্গালি চির কালেই সব দিয়ে দেয় মন উদার
সেই যে কবে হয়েছিল ভারত থেকে বাংলা ভাগ
বংগ ভংগ রদ হয়ে যায় চুপ মেরে কয় হয়ে যাক
পাকিস্তানে লেজ গুটালো বাংলা গর্জে হুংকারে
গর্বে তাহার বুক ফেটে যায় স্বাধীনতার অহংকারে
সেই যে আবার দিল ঘুম দিল্লি পাঠায় ভদকা মাল
স্বাধীনতা যাকগে আবার বাংগালি ঘোর ঘুমে টাল
বিষয়: বিবিধ
১২৯০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লুঙ্গি খুলে ধুতি পিন্দ...
স্বাধীনতা যাকগে আবার বাংগালি ঘোর ঘুমে ( ডিজি ) টাল ।
সুন্দর কবিতা ।
বিচাহীন পতিরা আজ খুলেছে বস্ত্র
জনগন কাপড় তুলে তাক করেছে অস্ত্র
জাগরে এবার জাগ দেখি৷
কান ধরে তোর মারছে লাথি,
হাঁ করে তুই দেখিস কি?
চোখে তোমার চল্লিশা আর
তাকিয়ে থাক দূরবীনে,
থাকতে সময় লাগাও ওষুধ
নয়ত চশমা নাও কিনে৷
মসজিদে তোর পড়বে তালা,
মোয়াজ্জিনেও ডাকবে না,
পৈতা ধূতী, তূলসী টিকি
তোমার পিছু ছাড়বে না৷
মঙ্গল দীপ জ্বালতে হবে,
সন্ধ্যা কালে শঙ্খনাদ৷
সময় থাকতে দাঁড়াও ঘুরে,
সামনে পাতা মরণ ফাঁদ৷৷
মন্তব্য করতে লগইন করুন