ভেঙ্গে মোর গাড়ির চাবি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জানুয়ারি, ২০১৪, ০৮:০৫:৪৪ রাত



ভেঙ্গে মোর গাড়ির চাবি রয়ে গেছে খাপের পরে

ভাবছি এখন মাঝ পথে যাব কেমন করে

এটা ভাবি ওটা ভাবি ভাবনার নেই শেষ

একটু যদি খেয়াল করতাম তবেই হতো বেশ

পেট্রাল ষ্টেশানে গিয়ে যখন দিলাম চাবি হাতে

হাসতে হাসতে সার্ভিস ম্যান, খুলছেনা কোন মতে

সেকি! কোথায় গেল আধেক চাবির অংশ

পেট্রোল আর হয়নি নেয়া, চুল ছিড়ে করি ধ্বংস

এবার তবে ঠেলার পালা করতে হবে পার্কিং

কে ঠেলবে সেটা ভেবে মনটা খেল জার্কিং

বুদ্ধি এটে দিলাম ঢুকিয়ে ভাঙ্গা সেই চাবিটা

খেক খেক করে স্টার্ট নিল মরার সেই গাড়ীটা

দিলাম আবার ইউ টার্ন রিটার্ন আবার ঘরে

ভাগ্য ভাল হাফ চাবিতে গাড়ির চাকা ঘুরে

ভাবছেন বুঝি ঠাকুর মার ঝুলি ঘটনা আজগুবি

নিজের চোখেই দেখে হাসুন সেই চাবিটার ছবি

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

170531
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,সুন্দর করে জানান দিলেন কষ্টের কথা।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৯
124529
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
170556
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৫৬
নীল জোছনা লিখেছেন : আপনার নাম হলো হঠাৎ কবি। হঠাৎ হঠাৎ কবিতা লেখেন তাই
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১০
124530
বাকপ্রবাস লিখেছেন : Praying হঠাৎ করে নীল জোছনা
হয়ে গেল লাল
তাইনা দেখে মন মানেনা
উড়ায় মনের পাল
170568
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১২
বাংলার দামাল সন্তান লিখেছেন : এটা একটা আবাসিক হোটেেলের চাবি।
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১১
124531
বাকপ্রবাস লিখেছেন : জিনা এটা ডুপ্লিক্যাট চাবি
অরিজিনাল থাকে অপিসে
গাড়ির নাম্বার লিখা আছে
চাবির উপর কাগজে
170573
৩০ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২০
শেখের পোলা লিখেছেন : চাবিতো ভাই ভালই দেখি,
ভাংলো কিছু অন্যকি?
ঠেলার ভয়েই গাড়ি নাকি
গর্জে উঠে করলকি?
কাটলো বিপদ, আপদ গেল,
ঘরের ছেলে ফিরলোকি?
গৃহিনীতো বেজায় অবাক,
গল্প শুনে করলো কি?
৩১ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৩
124532
বাকপ্রবাস লিখেছেন : ঘরে এসে উল্টা ঝারি
ভাঙ্গা চাবি দেখনা
দেখতো সব হাবিজাবি
আমি কি আর বুঝিনা
170883
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৩
জোবাইর চৌধুরী লিখেছেন : শেখের পোলা লিখেছেন : চাবিতো ভাই ভালই দেখি,
ভাংলো কিছু অন্যকি?
ঠেলার ভয়েই গাড়ি নাকি
গর্জে উঠে করলকি?
কাটলো বিপদ, আপদ গেল,
ঘরের ছেলে ফিরলোকি?
গৃহিনীতো বেজায় অবাক,
গল্প শুনে করলো কি?
৩১ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
124696
বাকপ্রবাস লিখেছেন : বাকপ্রবাস লিখেছেন : ঘরে এসে উল্টা ঝারি
ভাঙ্গা চাবি দেখনা
দেখতো সব হাবিজাবি
আমি কি আর বুঝিনা
৩১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
124748
জোবাইর চৌধুরী লিখেছেন : তাই নাকি ?
বেচারা.....। হা হা হা
171078
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : ছবিতে চাবিকে সুস্থ মনে হচ্ছে। এটা কি চাবির এক্সিডেন্টের মানে ভেঙ্গে যাওয়ার আগের ছবি না পরের! প্রমান হিসেবে পাশে গাড়ির ছবিটা দিলে ভালো হতো Angel Straight Face
৩১ জানুয়ারি ২০১৪ রাত ১১:২৬
124849
বাকপ্রবাস লিখেছেন : হুম, এটা ফাস্ট হাফ অংশ, বাকিটা রয়ে গেছে গাড়ীর খাপে, স্টার্ট নিচ্ছে এই বাকী হাফটা দিয়ে, সেটাই ভরসা, গাড়ী আসলে আমার না, অপিস এর, আমার নতুন পাসপোর্ট আনার জন্য নিয়েছিলাম, যাবার পথে এই লঙ্কা কান্ড, আর আনা হয়নি, গাড়ির ছবি দিইনাই কারন গাড়ি সেই রকম, আমাদের কো: এর অনেক গাড়ি সব পিকআপ, বাস, মিনি পিক আপ,শেষেরটায় ছিল ঘটনায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File