মানহা মনির দাত উঠেছে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:১১:৪৩ রাত
আমার এখন দাত উঠেছে শুন খালামনি
আমি এখন শক্ত খাবার কামড়ে খেতে জানি
আমার জন্য আনতে হবে শক্ত খাবার যত
কামড়ে খাব আখ নারিকেল দেখবে তোমার মত
আমার এখন দাত উঠেছে শোন মামারা
আমার জন্য আনতে হবে কূল পেয়ারা
নইলে কিন্তু কামড়ে দেব তোমাদের হাত
কেমন মজা হবে তখন ঘুম হবেনা রাত
চাচ্চু ফুপ্পি তোমরাও শোন শক্ত খাবার চাই
নইলে কিন্তু তোমাদেরও কোন ক্ষমা নাই
আমায় যখন গাল টেনে করতে আসবে আদর
আমি কিন্তু কামড়ে দেব ডাকবে তখন বাদর
মানহা মুনি এখানে Click this link
বিষয়: বিবিধ
১২৬৭ বার পঠিত, ৩৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খবরদার একটাও যেন নষ্ট হয়না
মাজ রোজ সকালে
ভেবনা অযথা
কি হয় না মাজলে
নিজেরটাই খাবেন
খালি হাতে যাবেন
এমন হলে আসেন
কামড়িয়ে সব উজাড় হবে এক নিমিষেই সাবার
ডিম কিন্তু পচা হলে ভাঙবো ছুড়ে রেগে
ঐ দেখো চলছে ভাজি।
ডিম পচা যে দেইনি আমি,
লাগবে প্রমান আজি??
নাকি সব মিছা কথা
আমড়া কাঠের ঢেকি
এতো ফল খেলাম
পাচ্ছে এখন হেচ্ছু
চামড়া আটি বাদ যাবেনা
উদরে সব যাবে চলে
খেলাম পেট পুরে
ফুলে ফেপে পেট টা
মাথা এখন ঘুরে
খাবার মজাদার
দিচ্ছি এখন ঝাক্কি
হজম হয়না আর
খাবার চাই খাবার
খালি হাতে আসো যদি
পিটুনি হবে আবার
খেতে পারি সব
হাত ভরে খাবার চাই
হবে উৎসব
মিষ্টি আম কাঠাল
তার সাথে ছিলো আরো
টক আর ঝাল
দাওয়াত দেই কারে?
আমি যেন দাত দিয়ে কামড়ে খেতে পায়
মন্তব্য করতে লগইন করুন