ছুটি .......
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৪, ১২:১১:০২ দুপুর
চির চেনা রাত্রি আমার আজ অচেনা
আজ কেন আকাশে আর তারা জলেনা
মেঘে মেঘে নিশ্চুপ চাঁদ ধরা দেয়না
আজ কেন আকাশ আমায় কাছে টানেনা।
আজ আমার কাছের মানুষ চির অচেনা
মুখটা যেন বাংলা পাঁচ কথা বলেনা
এতো করে প্রশ্ন করি উত্তর মেলেনা
এই বলনা, ধুর যা , বলনা বলনা বলনা।
ও এই কথা! অস্থির তুমি, আগে বলবেনা?
আমি তো ভেবেছি কি না কি, হল ঘটনা
কত দিন থাকবে বল নাকি বলা যাবেনা
নাইয়র যাবে ভাল কথা মাস গড়াবেনা।
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন