বেষ্ট বন্ধুর আবদার টেষ্ট খেলা ছাড়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৫ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৫:৩২ বিকাল



বেষ্ট বন্ধু বলল ডেকে টেষ্ট খেলে কি হবে?

ওয়ানডে টা চালাও হেকে সাফল্যটা আসবে তবে

ভাবলাম ঠিক তাইতো আগে বুঝিনাইতো

বন্ধু আমায় না বুঝালে বোকাই তবে থাকতে হতো

.

এমন বন্ধু থাকে যদি ধন্য এ জীবন

তার জন্য জীবন দেব হলে প্রয়োজন

বন্ধু তোমার কি চাই বল টেষ্ট দিলাম ছেড়ে

ওয়ানডেটাও ছাড়ব নাকি বল একটু করে

.

জার্সি আমার লোগো তোমার যেদিন চড়ালাম

সেদিন থেকে বন্ধু তোমায় বুকে জড়ালাম

আজ থেকে কথা দিলাম টেষ্ট খেলবনা আর

প্রতিবাদ করলে কেউ তকমা হবে রাজাকার

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167321
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৪১
বড়মামা লিখেছেন : সুন্দর কবিতা ভালো লগলো আপনাকে অনেক ধন্যবাদ ।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
121423
বাকপ্রবাস লিখেছেন : ক্রিকেন বোর্ডের কাজ কারবার সুন্দর লাগছেনা বড় মামা
167322
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
হতভাগা লিখেছেন : খেলতেই যদি না পারে তাহলে কিভাবে টাকা ইনকাম হবে ?

না কি উনারা নিজেদের কথা বুঝাতে চেয়েছেন ?
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
121424
বাকপ্রবাস লিখেছেন : সামনে মুলা পেছবে রড ধরে রেখেছে, না বললে মুলা সরবে রড ঢুকবে
167324
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৫
মোঃ ফজলে রাব্বী লিখেছেন : ভূতের ভয়ে থানা ছেড়ে পালালো পুলিশ......
বিস্তারিত পড়ুন Click this link
167325
২৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
হতভাগা লিখেছেন : দুর্জয় কেনিয়ার সাথে ফাইনালের সেই ম্যাচে ওপেনিং নেমে প্রথম বলেই গোল্লা মারাতে তাকে কখনই ভাল লাগে নি । সে বুলবুল , আকরাম এরা থাকার পরও যে প্রথম টেস্ট অধিনায়ক হয়েছিল তাতে কম অবাক হইনি । এখন বুঝি কেন ঐ সময়ে সে অধিনায়ক হতে পেরেছিল ।

সুজন ভাল লাগতো তার লড়াকু মনোভাব । তবে অধিনায়ক থাকার সময় সে মাঠেই খেলোয়াড়দের সাথে চেঁচামেচি করতো যা এই লেভেলে এসে মানায় না । পাড়ার ক্রিকেটে হয়ত মানায় ।

আকরাম খান বাংলাদেশের ক্রিকেটে যদি একজন ব্যক্তির কথা বলা হয় তাহলে , আকরাম খানের নামই আসবে সবচেয়ে বেশী ।

জমিদারদের প্রস্তাবের বিপক্ষে না যাবার জন্য যে ভোট হয়েছে তাতে যে ২০ জন প্রস্তাবের পক্ষে ছিলেন তাতে অন্য যে কারও নাম আমাকে বিস্মিত করতে পারে নি যতটা না বিস্মিত করেছে আকরাম খানের নাম ।

আকরাম খান ! আমাদের সবার আইডল আকরাম খান এমন একটা সিদ্ধান্তের ব্যাপারে হ্যাঁ বলিয়েদের সাথে ছিলেন যেটা ছিল বাংলাদেশের ক্রিকেটের জন্য আক্ষরিক অর্থেই মৃত্যু পরোয়ানা ।

যে আকরাম খাঁনের হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট আজ এই খানে !

শুধু টাকা আসবে বলে এই আত্মহত্যার মত সিদ্ধান্ত ! উনি কি একটিবারের জন্যও ভেবে দেখেননি তার উত্তরসূরীদের কথা ? তার ভাতিজাদের কথা ?

না কি উনাদের সময় ফুরিয়ে গেছে দেখে এবং এখন তারা খেলে আর কিছুই কামাতে পারবে না দেখে অন্যদের ( সাকিব , তামিম , মুশফিক , নাসির , সোহাগ .....)প্রতি ঈর্ষান্বিত হয়ে ঔপনিবেশিক মানসিকতা লালনকারীদের এরকম একটা বাজে , ঘৃণ্য , আত্মঘাতি প্রস্তাবে সমর্থন দিতে গেছেন ?
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
121427
বাকপ্রবাস লিখেছেন : আকারামদের ব্যাপারে মর্মাহত এতো কষ্ট করে তাদের হাত দিয়েইতো আজকের অবস্থান, সাকিব প্রতি ইর্ষা আর অর্থ লোভে আত্মঘাতি জাতি কখনো ক্ষমা করবেনা
167378
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
শিকারিমন লিখেছেন : মাঠে না খেলে যদি যদি বি সি বি টাকা ইনকাম করে , ক্ষতিটা কোথায়।
সাব্বাস চেতনার ধজাধারীরা।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
121428
বাকপ্রবাস লিখেছেন : বমি আসতাছে
167385
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
তায়িফ লিখেছেন : এই সব ঘোষকুরদের পিঠিয়ে বাংলা ছাড়া করতে হবে।
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
121430
বাকপ্রবাস লিখেছেন : আমার লাথি মারার ও রুচি নেই তাদের মারার
167396
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
প্রিন্সিপাল লিখেছেন : অনেক ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
121432
বাকপ্রবাস লিখেছেন : জি স্যার টেস্ট কি দরকার
167416
২৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
মারজান বিন ছনা লিখেছেন : ভূখণ্ডে যা হচ্ছে এবং হবে তা সবই পরাধীন রাষ্ট্রের প্রতিচ্ছবি।

বলুন তো আমাদের স্বাধীন ভূখণ্ড সর্বশেষ কবে পরাধীন হয়েছে ??

পিলাচ
২৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪২
121433
বাকপ্রবাস লিখেছেন : এখন কি স্বাধীন আছি? মনে তো হয় না
২৬ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৫
121571
মারজান বিন ছনা লিখেছেন : ঐটাই।
প্রথমত জেনারেল মঈন কর্তৃক আঁতাতের নির্বাচন করে হাসিনাকে ক্ষমতায় বসানো এবং পিলখানায় সেনাবাহিনী অফিসারদের পিলখানায় হত্যার মাধ্যমে ভূখণ্ডে সরব পলাশী ঘটে গেছে। আমরা এখন পলাশীর পরবর্তী সময় পাড় করছি।

এই বিষয় নিয়া একখান ছন্দময় কথার মালা ছাই, ভাই।
ধন্যবাদ
167521
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৮
সবুজেরসিড়ি লিখেছেন : এইসব হারামজাদাদের পুড়িয়ে মারা উচিত . . . বেঈমান .. .
২৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৯
121488
বাকপ্রবাস লিখেছেন : তবে দেশের মাটিতে দাদাদের মাটিতে,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File