খিল......
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৪, ১২:৫৮:০৩ দুপুর
বউ যে আমার রাগ করেছে ঘরে খিল দিল
রাত যে আমার ঘরে বাহির মশা কামড় দিল
সেই মশার খেয়ে কামড় আমার ম্যালে রিয়া হল
বউ যে আমার কেঁদে মরিল, এটা কি হল !
.
অপিসে আমার কাজ ছিল তাই, আসতে দেরী হল
বউ যে আমার কি জানি কি, ভেবে মরিল
রাগে লাল ক্ষোভে ঝাল তাই ঘরে খিল দিল
রাত যে আমার ঘরে বাহির মশা কামড় দিল ।
.
বউ যে আমার খুব ভাল তাই খুব রেগেছিল
বউ যে আমায় খুব করে ভাল বেসে ছিল
তাই তো সে রেগে রাত একা জেগে ছিল
রাত যে আমার ঘরে বাহির মশা কামড় দিল ।
বিষয়: বিবিধ
১১৩০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর কখনো এমন করবেন না, নইলে মশার কামড় সহ্য করতে হবে।
অনেক ধন্যবাদ।
বউরে কেন একলা রাখলা
কেন তুমি এতো বড় হাবলা?
বউ ভালবাসেনা কেন ভাবলা?
তাই বলেকি ভাংবে প্লেইট
মনে তো থেকে যায়
যায় কি ভুলা
মন্তব্য করতে লগইন করুন