চাচা চা চায় চাচী চেচায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৪, ০৭:৫৫:০৩ সন্ধ্যা
চাচার মুখের নাকের আগায় ঘুরছিল এক মাছি
চাচার পেল হাচি
চাচার পাশে ঘুমের ঘোরে উঠলো জেগে চাচি
মরলে বুড়া বাঁচি
সাত সকালে পাখির ডাকে উঠল সবাই জেগে
চাচা গেল ভেগে
খাটের তলে বাগানে খোঁজা হল সব খানে
চাচী ফোসে রেগে
চাচা চাচির কান্ড দেখে হেসেই হলাম খুন
পড়ল বিয়ের ধুম
চাচীর ঘরে সতীন এল পড়ল ঢোলে ধুম
চাচী এবার গুম
বিষয়: বিবিধ
৭৩২২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পুরান চাচীর মন গরম
ভাতিজারা চিন্তায় মরে
চাচা সুখের ঘর করে
নতুন চাচী নিয়ে চাচা তুমি সুখি হও
রওশন চাচী তুমি কিন্তু চাচার পর নও
আসলে তার দিল নরম
চাচা কিন্তু পায় শরম
নতুন চাচী দেখতে চরম
পুরান চাচীর দেখতে গরম
আসলে তার দিল নরম
চাচা কিন্তু পায় শরম
নতুন চাচী দেখতে চরম
যা দেখে চাচার চলে গেছে শরম
মন তো বুড়ো নয়,
নাতনি সম চাচী তাই
বধূ সেজে রয়।
চাচা শুধু নতুন চাচি(আমাদের) পায়।
মন্তব্য করতে লগইন করুন