মাঝের মধ্যে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জানুয়ারি, ২০১৪, ১২:০১:৪৭ দুপুর
মাঝের মধ্যে আমার খুব কান্না পায়
তাই বলে ভেবনা আমায় খুব অসহায়
মোটেও না সত্যি বলছি সত্যি সত্যি
চেষ্টা করে পাবেনাতো মিথ্যে এক রত্যি
মাঝের মধ্যে চোখে আসে কান্নার জল
তাই বলে ভেবনা আর নেই মনোবল
ভাবছ বুঝি তোমার জন্য এই আয়োজন
সত্যি বলছি সেসব আর নেই প্রয়োজন
মাঝের মধ্যে চোখ আমার হারায় দৃষ্টি
সামনে আর পথ দেখিনা কেবল বৃষ্টি
সত্যি বলছি আজকে তোমায় মিথ্যা বলবনা
হাজার চেষ্টা করেও আর ভুলতে পারছিনা।
বিষয়: বিবিধ
৮৭৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবিও না আমি কবি নই,
লেখলেখি ছাড়া
আমি পাড়ি সবই।
মন্তব্য করতে লগইন করুন