সাদা কালোর প্রেম বিরহ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জানুয়ারি, ২০১৪, ১২:৩০:১৩ দুপুর
কাল তুমি ছিলে ভাল
আজও তুমি আছ ভাল
গতকাল ছিলাম কালো
আজও তাই আছি কালো।
কালো বলে তাই বলে কি
দূরে দূরে ঠেলো
এমন করে দূরে রেখে
প্রেম হয় কি বলো?
দেহ কালো
মনতো আমার সাদা
তোমার বেলায়
উল্টো কেন রাধা?
সাদা কালোর বিভেদ ভুলে
এক হয়ে যাই চলো
দেখি এবার কেমন শুনায়
লাভ ইউ বলো।
বিষয়: বিবিধ
১১৪৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন