একটি কাল্পনিক সংলাপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ জানুয়ারি, ২০১৪, ১২:৩৭:৫৪ দুপুর



ম্যাডাম ইজতেমা শুরু হইছে

-আমার কি?

যাবেননা?

-যামুনা মানে! আখেরী মুনাজাত শুরু হইলে খবর দিস, ক্যামরা রেডিতো?

হ, রেডি

-শোন গ্লিসারিন শেষ হইয়া গেছে, আনাই রাখিস, আমার আজকাল কান্না করতে গ্লিসারিন লাগেনা, তবুও হাতের কাছে থাকলে ভাল, বলাতো যায়না, নিজের অভিনয় দেইখা আবার যদি নিজেই হাইসা দিই

জ্বি ম্যাডাম ঠিক আছে, ম্যাডাম একটা জিনিস খেয়াল করছেন?

-কি জিনিস

তবলীগ আর আওয়ামিলীগ এর মধ্যে কিন্তু একটা মিল আছে

-হুম ঠিক কইচস , তবে সেটা পাছার দিকে, বেক সাইডে, দুইডাই লীগ হা হা হা

ঠিক কইছেন মেডাম, আমি গেলাম গ্লিসারিন লইয়া আসি

- ঠিক আছে যা, অই শুন, আসার সময় ধুম থ্রি লইয়া আহিস, দারুণ হিট হইছে শুনলাম, হাতে কোন কাম নাই, বিএনপিরে এত গুতাই তবুও চেতেনা, হেরা না চেতলে আমাদেরও আর হাতে কাজ থাকেনা

ম্যাডাম আযান দিছে, ওযুর পানির ব্যাস্থা করুম, এখনতো শিতকাল, গরম পানি দিয়া করলে ভাল লাগবে

-কোন ওয়াক্তের আযান দিছে? আছর না মাগরীব?

ম্যাডাম মাগরীবের

-এখন একটু ঘুম দিমু, মাইজ রাইতে তাহাজ্জুত পড়মু ঠিক করছি, শেষ রাইতে ধুম থ্রি, তুই যা, বিশ্রাম নিমু এখন

ওকে আমি গেলাম, আপনে ঘুম দেন...

বিষয়: বিবিধ

১৫৩৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

164818
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৩
আহমদ মুসা লিখেছেন : আপনার এটা কাল্পনিক মনে হতে পারে। বাস্তবেও কিন্তু এর চেয়েও আরো ড্রামাটিক কাজকারবার। বিশ্বাস না হলে মতিউর রহমান রেন্টুর কাছে গিয়ে খোজ খবর নেন।
২০ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৮
119020
বাকপ্রবাস লিখেছেন : জি বইটা আছে, পড়ছি পড়াচ্ছি, সামনে একদফা একদাবি, স্কুলে পাঠ্যবই করতে হবে
164916
২০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাহাজ্জুদ পড়েন কিন্তু ফযর বাদ।
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৩
119286
বাকপ্রবাস লিখেছেন : পড়েন সেটা মিডিয়াতে বলার জন্য দেখে তো হিন্দি সিনেমা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File