ভালবেসে চাইনা হারাতে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:০৬ রাত
উত্তম সুচীত্রাকে উৎসর্গ করে আমার এর কথামালা
ভালবেসে দুঃখ আমি পেতে চাইনা
অন্য কিছু বল আমায় ভালবাসতে বলনা
আমিতো পারবনা সইতে ভালবেসে হারানোর বেদনা
তাই আমাকে আর ভালবাসতে বলনা।
আমিতো দেখেছি ফুল মুকুলেই বিনাষ
আমিতো দেখেছি জীবনের করুণ সর্বনাস
আমিতো জানি জীবন ভালবাসা ছাড়া হয়না
তবুও আমাকে আর ভালবাসতে বলনা।
যদি কখনো বদলাই মত চাই ভালবাসতে
ফিরিয়ে দিও আমায় নিজেরই অজান্তে
বলে দিও ভালবেসে তুমিও চাওনা হারাতে
ভালবাসা থেকে যাক সীমানার ওই প্রান্তে
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আগে আমাদের দেশ বাচান,
ফিরিয়ে দেন জনগনের
মৌলিক অধিকার।।
মন্তব্য করতে লগইন করুন