ভালবেসে চাইনা হারাতে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৪, ১২:১৪:০৬ রাত

উত্তম সুচীত্রাকে উৎসর্গ করে আমার এর কথামালা



ভালবেসে দুঃখ আমি পেতে চাইনা

অন্য কিছু বল আমায় ভালবাসতে বলনা

আমিতো পারবনা সইতে ভালবেসে হারানোর বেদনা

তাই আমাকে আর ভালবাসতে বলনা।

Rose

আমিতো দেখেছি ফুল মুকুলেই বিনাষ

আমিতো দেখেছি জীবনের করুণ সর্বনাস

আমিতো জানি জীবন ভালবাসা ছাড়া হয়না

তবুও আমাকে আর ভালবাসতে বলনা।

Rose

যদি কখনো বদলাই মত চাই ভালবাসতে

ফিরিয়ে দিও আমায় নিজেরই অজান্তে

বলে দিও ভালবেসে তুমিও চাওনা হারাতে

ভালবাসা থেকে যাক সীমানার ওই প্রান্তে

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163742
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:০২
সত্যলিখন লিখেছেন : রাখেনআপনার ভালবাসা ,
আগে আমাদের দেশ বাচান,
ফিরিয়ে দেন জনগনের
মৌলিক অধিকার।।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৭
117953
বাকপ্রবাস লিখেছেন : ভালকি এমনি ভাসি??? বাকশালীদের কাজকারবারে পিত্তি জলা অবস্থা দম বন্ধ হয়ে আসে তাই ভালবাসার ভান করে যদি দুইটা দিন পার করা যায়
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
118301
সিটিজি৪বিডি লিখেছেন : আপার কথার সাথে আমিও একমত। আগে জনগনকে বাঁচান তারপর ভালবাসা।
163748
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৩
শিকারিমন লিখেছেন : হায়রে ভালবাসা , এটা নিয়ে ও চুদুর বুদুর !!!!
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
118340
বাকপ্রবাস লিখেছেন : Crying Crying Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File