প্রেস নোট

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৪, ০৯:২৯:১৬ রাত



জুতার ভিষণ বাড় বেড়েছে কেবল উড়তে চাই

আস্তিক দেখলে পায়ের তলায় নাস্তিকের মাথায়

জুতারতো নাই জাত ভেদ যখন যার পায়ে

তবুও কেন দেখলে ভাদা আসতে চায় ধেয়ে

I Don't Want To See

সেই যে খেল শাহাজাহান তারপর ঠেলা বাবা

ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান হইল এবার হাবা

ভাবল জুতা পায়ের জিনিস আসবে নাকি মুখে

জুতা ঠিকই ভাদার হিসেব দিল তাকে চুকে

Big Grin

জয় বাংলা জুতা সামলা বাড় বেড়েছে ভীষণ

ধারছেনা সে মান ইজ্জত ভাদার আইন কানুন

সে কেবল ক্ষণে ক্ষণে উড়ে উড়ে হাসে

জুতা বিক্রি বন্ধ তাই প্রেস নোট আসে

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

163663
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৩
প্যারিস থেকে আমি লিখেছেন : শুধু কি লিখলে হবে, আমাদের টা পড়বেন না।
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
117917
জোবাইর চৌধুরী লিখেছেন : কই সাইফুল ভাই ? আপনার নতুন কোন লেখা পাচ্ছিনা।
১৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
118258
প্যারিস থেকে আমি লিখেছেন : চৌধুরী সাহেব আপনাকে বলিনিতো,আপনি কেন জবাব দিলেন।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
118341
বাকপ্রবাস লিখেছেন : মিডল ইষ্ট এক পেট Rolling on the Floor তাই
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৬
118371
জোবাইর চৌধুরী লিখেছেন :
কোন পোস্ট না দিয়েই না পড়ার অভিযোগ আনা আইনত গোসসানীয় অপরাধ, হা হা হা। তাই বললাম আর কি।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৬
118410
বাকপ্রবাস লিখেছেন : গোসসানীয় অপরাধ Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৯
118433
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই চৌধুরী,বাক প্রবাস শুধু নিজেই বাকবাকুম করে যাচ্ছেন এদিকে আমি একটি বিয়ের গল্প লিখলাম কিন্তু তার কোন খোঁজ নেই সেখানে তাই আমি কি গোস্সাভিমান করতে পারিনা।
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:২৩
118434
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আসুন সব ভাই মিলে মন্তব্য করি ,বহুত ফায়দা হবে। বাক প্রবাস ভাইকে বলছি ।
163665
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
ফেরারী মন লিখেছেন : Big Grin Big Grin Big Grin Thumbs Up Thumbs Up Thumbs Up
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
118342
বাকপ্রবাস লিখেছেন : ফেরারী এই মনটা আমার.......
163666
১৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৮
বড়মামা লিখেছেন : আইন করে জুতা পরা নিষিদ্ধ করতে হবে।তা না হলে স্বাধীনতা হুমকির মুখে পরবে।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
118343
বাকপ্রবাস লিখেছেন : জ্বি মামা
163683
১৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৩১
জোবাইর চৌধুরী লিখেছেন :

রাস্তায় পুলিশের চেকপোস্ট বসছে। বিভিন্ন যানবাহনের যাত্রীদের ব্যাগ তল্লাশি চলছে।

তল্লাশিকালে একজনের ব্যাগের মধ্যে একজোড়া ময়লা জুতা দেখে পুলিশ জিজ্ঞাসা করলো,আপনি ব্যাগের ভিতর ময়লা জুতা কেন রেখেছেন??

লোকটি জবাব দিল, "বিএনপি'র নেতাদের পাইলে এই জুতা মারমু!!!!"

রাগতস্বরে পুলিশ বলে, "তুই থানায় চল......... হালার পো, তুই আমাগোরে ভুদাই পাইছস!!!! আমারা জানি তুই কোন দলের নেতাদের জুতা মারার জন্য ব্যাগে জুতা রাখছস????

হা হা হা...... সংগ্রহীত।
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
118344
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
163764
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৩:৪৩
শেখের পোলা লিখেছেন : উড়ছে জুতা চলছে ভেঁসে,
কার কপালে জুটবে এসে৷
বুশকে দিয়ে বউনি হল,
শাহ জাহান মিয়াও ভাগ বসালো৷
সেদিন মোদের মখা খেলো,
সাইফুজজামান আজকে পেল৷
স্টক সীমিত জলদি বলুন,
একে একে লাইন ধরুন৷
১৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৭
118345
বাকপ্রবাস লিখেছেন : তারপরে কোন জনা
নাকি ডাইরেকন্ট হাসি নাRolling on the Floor
164164
১৯ জানুয়ারি ২০১৪ রাত ০২:২১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File