তুরাগ তীরে নেই হাংগামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৪, ০৮:২৩:১৪ রাত
তুরাগ তীরে কি আনন্দ মহা মিলন মেলা
সেই খানে নাই কোন রকম ঝক্কি ঝামেলা
সেখানে নেই হুমকি ধমকি ডর ভয় আর
উল্টো তাদের হেফাজতে নাস্তিক সরকার
এই অধমে বুঝতে নারে রহস্য কোথায়
নিত্য যারা মিছিল করে ইসলাম রক্ষায়
তবে কি আছে তারা অন্য রকম ধান্দায়!
কেমন ধান্দা করে তারা প্রাণ চলে যায়
তুরাগ তীরে কি যে মজা আস্তিকে আর নাস্তিকে
সবাই গিয়ে হাত তুলে আখেরী মুনাজাতে
কার মনে কোন বাসনা সেটা তো জানিনা
লাগলে আগুন দেশটায় তবু তুরাগ জ্বলেনা
মসজিদে আজ হয়না আজান তাতে ক্ষতি নাই
ইমাম সাহেব লাপাত্তা জংগিবাদি মামলায়
মাদ্রাসাতে হামলা হোক ভাংচুর লুটপাট
তুরাগ তোমার মোনাজাতে সেটা উহ্য থাক
ভাবছি মনে তুরাগ যদি থাকত বছর বছর
ঘর সংসার ছেড়ে ছুড়ে হতাম দেশান্তর
তুরাগ তীরে নেই হাংগামা নেই ভয় ডর
নাস্তিক সরকার মাথায় তুলে রাখতো জীবন ভর
বিষয়: বিবিধ
১৯২৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানিক বন্দ্যোপধ্যায়ের উপন্যাস 'অহিংসা' পড়ে এক পাঠক তাকে কাছে পেয়ে বলেন, কিছুই তো পেলাম না। মানিক জিজ্ঞেস করেন, কী পান নাই? পাঠক বলেন, এই যে অহিংসা! উত্তরে মানিক বলেন, যা নাই, তা আপনি খুঁজতে গেলেন কেন? আপনার কবিতা (ছড়া)পড়ে ঘটনাটি মনে পড়ল।
যে দিন তারা বলবে ইসলামী হকুমতের কথা সেই দিন থেকে আওয়ামীরা ঐই জামাত করতে দিবেনা।
ইতিহাস সাক্ষি মিঠা ভালবাসা দিয়ে ইসলাম কোথাও জয়যুক্ত হতে পারে নাই।
মসজিদ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেলে
মানুষ ইসলামের শিক্ষাটা নেবে কোথা থেকে
তবে আমার খুব ইচ্ছা জায়গাটাতে বিমান বন্দর হলে মন্দ হতনা
উল্টো সহযোগিতা! সত্যই অবাক করার মত বিষয়।
মসজিদে মসজিদে শিন্নি খামু ,
অসুখ হলে ফু দিমু
নৌকা মার্কায় ভোট দিমু
চলেন আমিও যামু
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন