আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জানুয়ারি, ২০১৪, ০২:৫২:৫৪ দুপুর
খাল কেটে আনল কুমির
সাত-ক্ষিরায়,
লাশ ফেটে রক্ত জমাট
ঘর-ভিটায়।
হাসল হাসি সেই রাক্ষুসী
দাতাল-মুখ,
কি ভয়ংকর ছিল তার
মাতাল-সুখ।
আমরা ভয়ে ছিলাম সবাই
চুপ-করে,
সেই রাক্ষুসী ফিরে গেল
পেট-পুরে।
আসবে নাকি সে আবার
ক্ষিধে-পেলে,
ধরবে ঘাড় মটকে সাবার
ফেলবে-গিলে।
হায় আল্লাহ কি উপায়
করব-কি!
এমন করে বোকার মতো
মরব-কি?
রাত জেগে দিতে হবে
ঘর-পাহারা,
করতে হবে রাক্ষুসী কে
দেশ-ছাড়া।
নইলে কিন্তু একে একে
দুদিন-পর,
সেই রাক্ষসী হেসে খেলে
পুরবে-উদর।
না না আর হবেনা
সেই-ঘটনা,
রাক্ষুসী টা আসলে আবার
পার-পাবেনা।
উঠল ফোসে গণ জোয়ার
বাংলার-বুকে,
রাক্ষুসী তার হিসেব এবার
নেবে-চুকে।
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
করবেন জানি হাসাহাসি
তবুও আমি কেন জানি
লিখে যেতে ভালবাসি
চিটা নহে পাকা চাউল
আমরা সবাই আউল-বাউল
দেখলে লেখা হয়তো কাশি
তোমার লেখা ভালোবাসি।
সেই রাক্ষুসীর বধ চাই
কান নিলো তোর চিল শকুনে,
রামদা হাতে, মাল কাছাতে,
দৌড় দিলাম তার পিছনে৷
আয়রে ধলা, আয়রে কালা,
ঢাল সড়কির যোগাড় কর,
ধনুকে তোর ছিলা পরা,
তীর খানা তোর বাগিয়ে ধর৷
খবর পাঠা মিয়া ভাইয়ে,
ডাক দাদারে ওপার থেকে!
দেখব শালা চিল কোথা যায়!
কেবা পারে বাঁচায় তাকে৷
ইমাম সাহেব তফাৎ যাও,
শুনব ওয়াজ কাজের শেষে,
কি বললে? দেখব খুঁজে,
কান রয়েছে মাথার পাশে?
তাইতো রে ভাই,ভুল হয়েছে,
পরের কথায় লাফিয়ে উঠে,
কানের তালাশ না করিয়া,
চিল শকুনের পিছে ছুটে৷
দেশটা খুজি চোখ দুটো বুজে
ওপার হতে সৈন্য আসে এপারের ইশারায়
ভয় হয় দুদিন পরে ঘটনা কোথা দাড়ায়
মন্তব্য করতে লগইন করুন