আফটার ফ্যাক্স লিক / বাকপ্রবাস

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ জানুয়ারি, ২০১৪, ০৩:৩০:৩৩ দুপুর



এখন কি হবে দাদা?

ফ্যাক্সবার্তা ফাস করেছে

কোন হারামজাদা!

At Wits' End

আরে ধূর

কিসব বলনা

তোমার দেশের জনগণ

আর জাগবেনা

At Wits' End

তবুও দাদা

মনে ভয় ভয় ভয়

না জানি আবার

কি হয় হয় হয়

At Wits' End

থাক ওসব কথা

বলব অন্য ক্ষণ

সাতক্ষিরার খবর বল

ঠান্ডা না গরম!

At Wits' End

সব ঠিক আছে

গর্তে ঢুকেছে ব্যাঙ

সংখ্যালঘু ইস্যুটা

হয়েছে বুমেরেং

At Wits' End

ওটাও ব্যাপারনা

দাদা আছি সাথে

সৈন্য সামন্ত যা লাগে

আসবে রথে রথে

At Wits' End

ঠিক আছে দাদা

আজ তাহলে রাখি

আশীর্বাদ করো

যদি জিন্দা থাকি

At Wits' End

যুগ যুগ জিইয়ে

করলাম আশীর্বাদ

তোর উচিলায় বাংলাদেশ

হয়ে যাক বরবাদ



বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162782
১৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
হতভাগা লিখেছেন : একাত্তরে যেমন সাহায্য করেছে এখনও করে যাচ্ছে, অকাতরে ।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৬
117237
বাকপ্রবাস লিখেছেন : আর চাইনা হে রেন্ডিয়া
দেশে যত ভাদা আছে
যা লইয়া
162787
১৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
117238
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু
162801
১৫ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
রবার্ট লিখেছেন : প্রতিবেশী দেশ তো? তাই আর কি সামান্য সহযোগীতা...........
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
117239
বাকপ্রবাস লিখেছেন : বর্ডার কি থাকবো? নাকি ঢুইক্কা যাইবTongue
162844
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০১
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
117240
বাকপ্রবাস লিখেছেন : অবাক হইবার কিছু নাই
রেন্ডিয়ার পেটে ঢুকছি ভাই
162894
১৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
শিকারিমন লিখেছেন : বুজলামনা মানুষ এত কিপ্টে কেনে , আরে বাবা হেল্প করলো আমাগোরে , ধন্যবাদ নাইবা দিলাম। অন্তত সমালোচনা না করলে হয় না।
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
117242
বাকপ্রবাস লিখেছেন : সরি বুল হইয়া গেছে
162990
১৬ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১৯
সবুজেরসিড়ি লিখেছেন : দেশের স্বাধীনতা আজ বিপন্ন স্বৈরশাষকের জন্য . . .
১৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
117382
বাকপ্রবাস লিখেছেন : সাতক্ষিরা থেকে শুরু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File