পংখিরানি চলিলেন হাটিয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জানুয়ারি, ২০১৪, ০৮:১৪:১৪ রাত
পাখা রেখে দিপুমনি চলিলেন হাটিয়া
দেখে আমার বুকখানা গেল যেন ফাটিয়া
কি হল পাখা তার কে নিল খুলিয়া
ইচ্ছে করে ধরে তারে দিয়ে দেব হুলিয়া
পাখা চাই পাখা চাই দিপুমনির পাখা চাই
পাখা ছাড়া দিপু মনি কি করে উড়বে ভাই
দাদাদের নয়ন মনি দিপুমনি উড়বে তাই
হাত পাখা, তাল পাখা আকাবাকা পাখা চাই
তারপর দিপুমনি সব বাঁধা ছাড়িয়ে
ক্যামরাটা হাতে নিয়ে সব বাঁধা মাড়িয়ে
আবার সে দিল্লিকাশে যাবে রোজ হারিয়ে
হাসিটা দেবে সে দিলটাকে মাড়িয়ে
বিষয়: বিবিধ
১২৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বরাবরের মত ভালো লাগল !!
অ . ট . আপনি আমার রিসেন্ট একটা লেখাও পড়েননি ভাইয়া !
মন্তব্য করতে লগইন করুন