পংখিরানি চলিলেন হাটিয়া

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জানুয়ারি, ২০১৪, ০৮:১৪:১৪ রাত



পাখা রেখে দিপুমনি চলিলেন হাটিয়া

দেখে আমার বুকখানা গেল যেন ফাটিয়া

কি হল পাখা তার কে নিল খুলিয়া

ইচ্ছে করে ধরে তারে দিয়ে দেব হুলিয়া

Bee

পাখা চাই পাখা চাই দিপুমনির পাখা চাই

পাখা ছাড়া দিপু মনি কি করে উড়বে ভাই

দাদাদের নয়ন মনি দিপুমনি উড়বে তাই

হাত পাখা, তাল পাখা আকাবাকা পাখা চাই

Bee

তারপর দিপুমনি সব বাঁধা ছাড়িয়ে

ক্যামরাটা হাতে নিয়ে সব বাঁধা মাড়িয়ে

আবার সে দিল্লিকাশে যাবে রোজ হারিয়ে

হাসিটা দেবে সে দিলটাকে মাড়িয়ে

বিষয়: বিবিধ

১২৮৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162528
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০৮:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫১
117230
বাকপ্রবাস লিখেছেন : হুমমমমমমমমমমমমম
162546
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:০০
বিষুব আহমেদ লিখেছেন : দেখে মনে হচ্ছে উইপোকার পাখনা পুড়ে গেছে
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
117231
বাকপ্রবাস লিখেছেন : দিল্লি থেকে পাখনা যোগাড় করে নিলে পারে
162551
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৪
মারজান বিন ছনা লিখেছেন : এমন আত্মত্যাগ আরও বড় কিছু হওয়ার জন্য !!

বরাবরের মত ভালো লাগল !!
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
117232
বাকপ্রবাস লিখেছেন : থেঙকু ভাইযান
162553
১৪ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
জেদ্দাবাসী লিখেছেন : নদীর একুল ভাংগে ঐকুল গড়ে, এইতো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই, ফকির সন্ধা বেলা।

১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৪
117233
বাকপ্রবাস লিখেছেন : তাই বইলা দিপু মনি হাটবে একালা?
162566
১৪ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৩
মোহাম্মদ লোকমান লিখেছেন : হায়রে কপাল!
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
117234
বাকপ্রবাস লিখেছেন : যা উড়া উড়ছে তিন জনমে আর না উড়লে চলবে
162656
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৫:২১
রাইয়ান লিখেছেন : অসাধারণ লিখেছেন ভাইয়া ! পক্ষিরানীর আগে অহংকারে মাটিতে পা ই লাগতনা , আকাশে উড়ে উড়ে বেড়াতেন উনি , এখন ধপাস করে ভূপাতিত হয়েছেন ৷ এখন বেড়ান পায়ে হেটে !

অ . ট . আপনি আমার রিসেন্ট একটা লেখাও পড়েননি ভাইয়া ! Crying Crying Crying
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
117235
বাকপ্রবাস লিখেছেন : হুঙকার একবার দিয়ে টেরাই করছিল কিন্তু কাম হয়নাই
162665
১৫ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : ফ্রি ফ্রি অনেক উড়েছেন আর কত!
১৫ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৫
117236
বাকপ্রবাস লিখেছেন : এবার হাটার পালা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File