ঘুরে দাঁড়াও বিএনপি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ জানুয়ারি, ২০১৪, ১২:০৬:০৮ দুপুর
বি এন পি কি ভাটার টানে!
নেইতো আর সেই জোয়ার
ফোসছেনাতো আপন মনে
ভেঙ্গে চুড়ে সব চুরমার
নাকি হাতে কাচের চুরি
টুনটুনিয়ে বাজনা বাজে
বিএনপির দুর্নাম ভারি
চেতন হয়না কথার লাজে
বি এন পি কি পারবে ধরতে
দু:সময়ে দেশের হাল!
নইলেতো হবে মরতে
হতে হবে নাজেহাল
জাগো বিএনপি উঠো জেগে
কাল ক্ষেপনের সময় নাই
এবার শপথ নিতে হবে
গণতন্ত্রের মুক্তি চাই
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খালেদা অবরুদ্ধ , কর্মীরা পালিয়ে
হাসিনার সাথে পাঙ্গা নিতে চেয়েছিলো
নির্বাচনে না গিয়ে মহা ধরা খেলো
মাজা ভাঙ্গা বিএনপির সেই কবে থেকে
জামাতকে যবে থেকে নিলো তারা সাথে
ক্ষমতার অপেক্ষা হয়ে গেল সারা
তারাও সরে গেছে বন্ধু ছিল যারা
জামাতের সঙ্গ হয়ে গেল কাল
বিএনপির অবস্থা এখন বেহাল
তবুও লড়ে তারা কোন ভয় নাই
তাই বলে বেজন্মা হায়নালিগের সন্তান
বৈধ হয়ে যাবেনা
বের হতেই হবে ধর্মের জন্য
উপায় নেই আর অন্য কোন
দেখবে তবে
মন্তব্য করতে লগইন করুন