নিতান্তই একান্ত

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ জানুয়ারি, ২০১৪, ০৬:৫৯:৫৭ সন্ধ্যা

একটা ভুল বা মন্দ কাজ হয়ে গেলে যদি লজ্বা বোধ থাকে তাহলে সেটাকে ঢাকার একটা উপায় হল, আর একটা ভাল কাজ করা, তাহলে সবার কাছে অন্তত মনে হবে আগরটা ভুল ছিল এবং ক্ষমাযোগ্য, কিন্তু আওয়ামিলীগ এইবার ক্ষমতায় আসার পর এমন সব কান্ড করছেন তাকে বিশ্লেষণ করলে দাঁড়ায় তা হল একটা মন্দ/জঘন্য কাজ থেকে জনদৃষ্টি সরিয়ে নিতে আরো একটা মন্দ/জঘন্য কাজ করা, তাহলে জনগণ আগের মন্দ/জঘন্য কাজটা ভুলে নতুন মন্দ/জঘন্য কাজ নিয়ে আলোচনা সমালোচনা করবে, কিন্তু যোগফল দাড়াচ্ছে জনগণের কাছে অসীম আর আওয়ামিলীগ এর কাছে একটা, কারন সে মনে করছে সর্বশেষ মন্দ/জঘন্য কাজটাই মানুষ মনে রাখবে আর তার আগের মন্দ/জঘন্য যেসব করেছে ভুলে গেছে জনগণ, আসলেই কি তাই? জনগণ কি ভুলে যাচ্ছে সব? স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিয়ে আর তথাকথিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জনগণ জানিয়ে দিয়েছে তারা ভুলছেনা, ব্যাপারগুলো কাক কাহিনীর মতো, কাক নাকি চোখ বন্ধ করে কিছু লুকায় যাতে কেউ না দেখে, পরে যখন সে নিজরে প্রয়োজনে আবার খুঁজতে থাকে সেই জিনিস তখন আর নিজেই খুঁজে পায়না, আওয়ামিলীগ দেশ, জাতি, জগনণ, রাজনীতি তথা পুরো বিশ্ব থেকে যেভাবে চোখ বন্ধ করে ক্রমশ দূরে সরে যাচ্ছে তাতে শুধু নিজের ক্ষতি করছে তা নয় পিছিয়ে যা্চ্ছে পুরো দেশ, সংকাটপন্ন সার্বভৌমত্ব, জানিনা এই বোধদয় তাদের হবে কিনা, আর জনগণ যদি এটা ঠেকাতে খুব বেশী দেরি করে ফেলে তাহলে মূল্যটা দিতে হবে অমূল্যে...

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

161769
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৫
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File