উমামার দাবি মানতে হবে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৪, ০৮:১৮:২৪ রাত
(জামাল ভাই জারিফার ছড়া লিখেছে তাই উমামাও খাতা কলম নিয়ে বসে পড়ল, তারও লিখা চাই)
আম্মু আমার একা একা ভাল লাগেনা
আব্বু কেন বিদেশ থাকে দেখতে আসেনা
তুমি থাকো তোমার কাজে সারা দিন ব্যাস্ত
এটা সেটা কত কি একটু পাওনা রেস্ট ও
আম্মু আমার একা একা ভাল লাগেনা
তুমি শুধু পড়তে বল ইচ্ছে করেনা
আমার শুধু ভাল লাগে পুতুল নিয়ে খেলতে
কত কথা বলি আমি পারেনা সে বলতে
আম্মু আমার একা একা ভাল লাগেনা
একটা ছোট্ট বাবু হলে মন্দ হবেনা
খেলব দুজন একসাথে করবনাতো ঝগড়া
আব্বুকে আজ দিতে হবে সেই বায়না বাগড়া
বিষয়: বিবিধ
২২৪৩ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন খারাপ করোনা
তুমি আর একা থাকবে না
পুরণ হবে তোমার মনের বাসনা।
কেন বলেছিল সেই কথাটি বুঝা গেল না---
মা বলে বিদেশেতে অনেক টাকা আছে---
সোনা আমার লক্ষী আমার থাকবে দুধে-ভাতে--
বাড়ী আসলে আমার মাইর খাইবা
মা করেনা রান্না
চোখে শুধু কান্না
আমার কিছু ভাল লাগে না
প্লিজ বাবা জলদি এসো না...
(উমামা)
কোন দেশে যে পাই?
ইনুর জালায় উপায় নাই
নানার জন্য নানী চাই
একলা থাকার সুযোগ নাই
হাসু দাদী নিপাত যাক
এরশাদ দাদু থাকবে জেলে
রওশন দাদী ঘুরবে দেশে
খালেদা দাদীর চোখের পানি
মুছে দিবে বীর বাঙ্গালী
সব ভেদাভেদ ভুলে
এসেত পতাকা তলে
জাগল এবার উমামা
এমন লোকও আছে,
মেয়ের নামে ছড়া লিখে
আপনি থাকে পাছে৷
লজ্জ্বাশীলা উমামার মা,
চিঠি লেখে না৷
বাক্য হারা বাক প্রবাস,
দেশে ফেরে না৷
বউযে আমার ঠেড়ানি দেয় বিয়া করছ কেরে!!
বিদেশ বিভুই থাকবা যদি দেশে এসোনা
আসলে দেশে খবর আছে চামড়া থাকবেনা
এসব কথা শুনলে লোকে হেসে
টিকেট কেটে পাঠিয়ে দেবে দেশে
সেও চিঠি লিখে না
আমি আর বাকপ্রবাস চিঠি ছাড়া থাকতে পারি না
এখন কি করি উপায় বলো না........
বৃষ্টি ঝেড়ে হোক রোদের আবাদ
আমায় একটু আলো দেন
গেরিলার রেমিমেইড কমেন্ট
বাবার সাথে রাগ করেছে ঘরে ফিরছে না।
দেশ নাকি না গেলে ঘরে ঢুকবেনা
উমামা বসে আছে একা।
বাবা আছে প্রবাসে
দুঃখে চোখের পানি মুছে।
আপনার সত একটা বসে বসে চাকরি দিতে পারেন!!!!
চাকরি বাকরি নাই কি?
চাকরি যদি নাই থাকে,
কম্বল দিয় হুইয়া থাকেন।
http://www.bdtomorrow.org/blog/blogdetail/detail/6229/Zurich/35056
যেমন বাবা তেমন মেয়ে,
ছাড়িয়ে যাবে সবার চেয়ে।
অনেক দোয়া।
দোয়া কবুল না হলে
ভাইযানের হবেনা জামিন
কম্বলের নীচে গুটিসুটি।
খুঁজে ফিরে বাবার কোল,
গায়ে দিয়ে কম্বল।
করে শুধু বাবা বাবা,
বাবা শুনেনা তার কথা,
তাই তো হ্বদয় জুড়ে এত্তো ব্যথা।
উমামার দাবী মানতে হবে
তবেই মামনিটা হ্যাপি রবে।
সংগি বাড়ুক উমামার
উল্টো শুনি খচর খচর
লাগিয়ে দেয় দামামা
সংগি বাড়ুক উমামার
উল্টো শুনি খচর খচর
বাজনা বাজে দামামার
মন্তব্য করতে লগইন করুন