কবে আবার দেশ আমার হবে শান্তময়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৫:০৩ সন্ধ্যা



ইচ্ছে যাকে ধরছে মারছে দিচ্ছে পুরে জেলে

মাসকাবারি রিমান্ড দিচ্ছে প্রতিবাদি কেউ হলে

ছুড়ছে ভাংছে আগুন দিচ্ছে দোকানপাট ঘরবাড়ী

লুটছে আবার মামলা দিচ্ছে সংখ্যালঘুর তকমারি

খাচ্ছে দাচ্ছে হাসছে গাইছে নাচছে আবার ব্র্যাক ড্যান্স

ঢালছে ঢুলছে বকছে কাঁদছে থাকছেনা আর ঠিক সেন্স

দেখছি শুনছি সয়ে যাচ্ছি নিত্য দিনের চাল চিত্র

চুপ থাকছি আর ভাবছি কে শত্রু আর কে মিত্র

হাটছি বসছি অপিস যাচ্ছি খেয়াল রাখছি চারদিক

নিউস দেখছি পত্রিকা পড়ছি হিসাব কসছি ঠিক বেঠিক

চলছি ফিরছি ঘুরছি মরছি পার করছি অস্থির সময়

দিন গুনছি আর ভাবছি কবে আবার দেশ আমার হবে শান্তময়

বিষয়: বিবিধ

১৫২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160071
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২১
শেখের পোলা লিখেছেন : শান্ত হবে শান্ত হব
পাপের হলে শেষ,
পাপের ভারে নুহ্য দেহ,
অশান্ত আজ দেশ৷
পুড়ছে মানুষ জ্বলছে হিয়া,
বাড়ছে কবর সারি,
ধৈর্য আছে কাহার সাথে,
পরীক্ষা আজ তারি৷
ধৈর্য ধর জেহাদ কর,
তওবা কর সবে৷
মাফ করবে আল্লাহ যেদিন,
শান্ত সেদিন হবে৷
০৭ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৮
114502
বাকপ্রবাস লিখেছেন : আর কত জ্বলব পুড়ব
আর কত ধৈর্য
আর কত চোখ বুজে
করে যাব সৈহ্য
160489
০৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
শারমিন হক লিখেছেন : Good Luck Good Luck Good Luck
০৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৪৫
114925
বাকপ্রবাস লিখেছেন : ধন্যবাদ রইল
161412
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
আবরণ লিখেছেন : ধন্যবাদ। আরও লিখুন।
১১ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
115736
বাকপ্রবাস লিখেছেন : শুকরিয়া, ধন্যবাদ জানবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File