বোন আমার প্রাণের ফেলানি (২০১১ সালের ৭ জানুয়ারি)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ জানুয়ারি, ২০১৪, ১১:২৮:০২ সকাল



ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

কাটাতারে ঝুলছিলি তুই, ঝুলে গেছে দেশ

শত ভাই তোর শহীদ হল শত নিরুদ্দেশ

আমরা যারা ঘর ছেড়েছি আশা ছাড়িনি

ভাবিসনা তুই প্রাণের মায়ায় প্রতিবাদ করিনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

যে ঘাতকরা ছিল তোর জানের হন্তারক

তাদের সাথে হাত মিলিয়ে যারা আজ শাসক

যতই তারা চোখ বুজে থাক, আমরা ভুলিনি

বিচার তাদের হতেই হবে আশা ছাড়িনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

আমাদের সংগ্রাম চলমান চলবে নিরলস

৭ই জানুয়ারী তাই শপথের ফেলানি দিবস

ঘাতক আর বেইমান চিনতে আর ভুল করিনি

মুখ বুজে ছিল যারা বিচার হবে, হাল ছাড়িনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

আপন ভেবে তুই কেন গেলি পাশের বাড়ি

তারা কি আর মর্ম বুঝে খালি তোর ভাতের হাড়ি

মানুষরূপি দানব তারা সভ্যতাটা যে আর শিখেনি

তাই বলে ভাবিসনা তুই লেশহীন ছিলাম, তা করিনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

ক্ষমতায় ছিল যারা এখনো আছে জোর করে

তারা সেদিন ঘুমিয়ে ছিল এখনো আছে চুপ করে

আমরা তাই ঘর ছাড়া আজও আর ফেরা হয়নি

তোর অমর্যদায় ভাগ যাদের প্রতিবাদের দম ছাড়িনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

Rose

তোর কবরে সবুজ ঘাসে বনফুল খুব যে হাসে

তোর প্রতি ভালবাসায় কোমল হাওয়ার দুল আসে

মন যে আমার কেমন করে চোখের কোনে টলে পানি

তবুও সেই দোসর হায়নাদের একটুও আর বুক কাঁপেনি।

Rose

ভুল বুঝিসনা বোন আমার প্রাণের ফেলানি

শত ঝড় ঝাপটায় আজও তোকে আর ভুলিনি।।

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160116
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৭
বৃত্তের বাইরে লিখেছেন : বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর বিষয়টা আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে ব্যঙ্গ করা হলেও আমাদের নতজানু পররাষ্ট্রনীতি এবং ইন্ডিয়ানদের পায়ের কাছে পড়ে থাকার মত কিছু দালাল বাংলাদেশে তৈরি করতে পেরেছে– এক্ষেত্রে ইন্ডিয়ানরা সফল কোন সন্দেহ নেই। তারা খুশী এই জন্যে যে ছাগ শিশুর মত বাংলাদেশ সরকারকে দিয়ে ওরা যা খুশী তাই করতে পারছে। বাংলাদেশের মানুষের মতামতের তোয়াক্কা তারা কখনও করেনি। আমাদের স্বাধীনতার চেতনাধারীরা এসব দেখেও কল্কিতে দম নিচ্ছেন কারন তাদের কাছে পাকিস্তানী পন্য বর্জন এবং যুদ্ধপরাধীদের বিচারই একমাত্র ইস্যু যেন দেশে আর কোন সমস্যা নেই আর ভারতীয় পন্য বর্জন!- প্রশ্নই উঠে না কারন তাতে যে পা চাটার ব্যাপারটা অতৃপ্ত থেকে যায়। বাংলাদেশের মেয়ে ফেলানীকে হত্যা করে কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রাখলো, কোন সভ্য দেশ তার প্রতিবেশীদের সাথে এমন আচরণ করতে পারে? আদালত ও ন্যায্য বিচার করেনি। বাংলাদেশের আদালত আর ইন্ডিয়ার আদালতের আচার আচরন প্রায় একই রকম! একটা বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষাই ওদের কাজ। আইনের ধার আর কে ধারছে এখন পৃথিবীতে! জোর যার মুল্লুক তার-কেবল বিশেষ বিশেষ শব্দের মারপ্যাঁচে সাধারন মানুষকে উল্লু বানানো আরকি!
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৩
114608
বাকপ্রবাস লিখেছেন : হুম তারা একটা দালাল শ্রেনী সৃষ্টি করতে পেরেছে, মীরজাফর এর ভরে গেছে দেশ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File