একদিন ইতিহাস উগড়ে দেবে নষ্ট ভ্রুণ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ জানুয়ারি, ২০১৪, ০৬:১৪:১৪ সন্ধ্যা



আওয়ামিলীগ মিথ্যাকে ধর্ষণ করে

সেই মিথ্যা প্রেগন্যান্ট হয়

মিথ্যা থেকে বের হয়ে আসে আরো মিথ্যা

আওয়ামিলীগ তখন সেই মিথ্যাকেই অস্বীকার করে

একদিন ইতিহাস উগড়ে দেবে এসব নষ্ট ভ্রুণের লাজ লজ্বা

তখন তাদের উত্তরসুরীরা বলবে কি নষ্টাইনা ছিল আমাদের পূর্ব পুরুষ

তারওপর তারা থুথু ছিটিয়ে পায়ে মলে প্রায়শ্চিত্য করবে বাব দাদার

আর বলবে হে খোদা আমাদের পূর্বপুরুষের পাপ যেন আমাদের স্পর্শ না করে

আমরা তোমার গোলাম হয়েই থাকতে চাই এই বাংলার বুকে আলো জলে

আমাদের তুমি রহম কর আর সেই সব আওয়ামিীদের নিক্ষেপ কর জাহান্নামের সর্বনিম্ন স্তরে

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159669
০৬ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File