ভোট কাব্য

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৮:৫৯ সন্ধ্যা



--(১)--

ব্যালট পেপার তিনটা

গুণতে বসল চার জন

গুণতে গুণতে হয়ে গেল

গোটা দুই ছয় ডজন

--(২)--

কতটা নিচে নামলে পরে বুবু তোর লজ্জা হবে

কতটা ভোট জাল হলে বলবি তুই আচ্ছা তবে।

Big Grin

কি পরিমাণ হাসলে লোকে বলবি তুই হেয়ালি

কি পরিমাণ অহংকারে বিবেকবোধ সব হারালি।

Big Grin

আর কত তুই অন্ধ থেকে নাম লিখাবি ভন্ড রানি

আর কত লাশ হলে হিম হবে তোর দেমাগ খানি!

--(৩)--

বাইরে ককটেল ভেতরে জাল ভোট

নির্বাচন সুষ্ঠ আহা কি অদ্ভুত!

হায়রে নির্বাচন কে হবে নির্বাসন

কার জয় পরাজয় বাকশাল নাকি জনগণ!!

কেউ আবার রেগে বলে সিইসি সালার পুত

--(৪)--

ভোট জাল হোক ক্ষতি নেই নির্বাচনটাই বড়

বয়েস কম হোক ক্ষতি নেই ছিল ছাপ্পড় মার

এমন নির্বাচন রকিবুদ্দিন দেখাইচে

গানজার নৌকা দিল্লি উড়াল দিছে

--(৫)--

জাল আর বাল ছাড়া

আর কোন ভোটার নাই

এমন আজব ভোট

বাবা দাদারাও দেখেনাই।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159331
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
হতভাগা লিখেছেন : উত্তরাতে সাহারা খাতুনের পক্ষে বিকাল ৩ টার পরে তার ব্যাটস্‌ম্যানরা বেধড়ক ব্যাট চালিয়েছে । রান রেট ২ থেকে কিছুক্ষণের মধ্যেই ১৩.১৪ এ উঠে আসে।
159334
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
ভিশু লিখেছেন : লজ্জা নিজেই এই চরম নিকৃষ্ট নির্লজ্জকে দেখে দেশ ছেড়ে চলে গেছে!
159401
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২৯
ধ্রুব নীল লিখেছেন : কতটা নিচে নামলে পরে বুবু তোর লজ্জা হবে

কতটা ভোট জাল হলে বলবি তুই আচ্ছা তবে।
D'oh
ব্যাপক কবিতা হাবিব ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File