ভোট কাব্য
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৮:৫৯ সন্ধ্যা
--(১)--
ব্যালট পেপার তিনটা
গুণতে বসল চার জন
গুণতে গুণতে হয়ে গেল
গোটা দুই ছয় ডজন
--(২)--
কতটা নিচে নামলে পরে বুবু তোর লজ্জা হবে
কতটা ভোট জাল হলে বলবি তুই আচ্ছা তবে।
কি পরিমাণ হাসলে লোকে বলবি তুই হেয়ালি
কি পরিমাণ অহংকারে বিবেকবোধ সব হারালি।
আর কত তুই অন্ধ থেকে নাম লিখাবি ভন্ড রানি
আর কত লাশ হলে হিম হবে তোর দেমাগ খানি!
--(৩)--
বাইরে ককটেল ভেতরে জাল ভোট
নির্বাচন সুষ্ঠ আহা কি অদ্ভুত!
হায়রে নির্বাচন কে হবে নির্বাসন
কার জয় পরাজয় বাকশাল নাকি জনগণ!!
কেউ আবার রেগে বলে সিইসি সালার পুত
--(৪)--
ভোট জাল হোক ক্ষতি নেই নির্বাচনটাই বড়
বয়েস কম হোক ক্ষতি নেই ছিল ছাপ্পড় মার
এমন নির্বাচন রকিবুদ্দিন দেখাইচে
গানজার নৌকা দিল্লি উড়াল দিছে
--(৫)--
জাল আর বাল ছাড়া
আর কোন ভোটার নাই
এমন আজব ভোট
বাবা দাদারাও দেখেনাই।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কতটা ভোট জাল হলে বলবি তুই আচ্ছা তবে।
ব্যাপক কবিতা হাবিব ভাই
মন্তব্য করতে লগইন করুন