আর পারিনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ জানুয়ারি, ২০১৪, ০৬:১২:২৪ সন্ধ্যা



বুকের মধ্যে জ্বলছে শুধু

যেন মরুভূমি ধূ ধূ

ডাক্তার বলল অন্য কিছু

গ্যাস্ট্রিক কিংবা আলসার না।

আর পারিনা, আর পারিনা।।

At Wits' End

দেখছি চোখে ওলোট পালট

চলতে ফিরতে খাচ্ছি হোচট

ডাক্তার বলল অন্য কিছু

ল্যান্স কিংবা চশমা লাগবেনা।

আর পারিনা, আর পারিনা।।

At Wits' End

ঘুরছে মাথা ঢুলে ঢুলে

টানছি ছিড়ছি নিজের চুলে

ডাক্তার বলল অন্য কিছু

সাইনাস কিংবা মাইগ্রেন না।

আর পারিনা, আর পারিনা।।

At Wits' End

আমি নাহয় ছিলাম ভিরু

বুঝল সবাই বুঝলনা মিরু

হন হনিয়ে চলে গেল

আরতো ফিরে আসলনা।

আর পারিনা, আর পারিনা।।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158977
০৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
সিটিজি৪বিডি লিখেছেন : জটিল------------------সব কিছুই জটিল লাগতেছে........
০৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
113758
বাকপ্রবাস লিখেছেন : আর পারিনা, আর পারিনা।।
158983
০৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
সিকদারর লিখেছেন : মিরু গেল শ্বশুর বাড়ি
জীবনটা হল ভাংগা হাড়ি।
মনটা হল ফাকা গাড়ি।
ডাক্তার বলে ও কিছুনা,
ও ছিল শুধুই ভাললাগা
ভালবাসা তাই হল না ।
০৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
113757
বাকপ্রবাস লিখেছেন : আর পারিনা, আর পারিনা।।

(ফাটাফাটি কমেন্ট)Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File