ভোলা যাবেনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ জানুয়ারি, ২০১৪, ০১:৪১:৩৫ দুপুর
আমাকে ভালবেসে যদি চলে যেতে চা্ও
যাও যাও যাও তবে ভাঁধা দেবনা
তবু্ও দোহায় লাগে সে কথা বলনা
আমি নিজেক ভুলতে পারি তোমাকে পারবনা।।
তুমি সুখে থেকো তোমার মতো করে
আমার নাহয় চলার পথ রোদ বৃষ্টি ঝড়ে
ভুলেও তোমাকে আর এ পথে জড়াবনা
না না না আমি নিজেকে ভুলতে পারি
তোমাকে ভোলা যাবেনা।।
তুমি চলে যাও যেখানে সুখের ঠিকানা
আমি আছি আমার মতো সুখি হতে চাইনা
তুমি কি আর বুঝবে বল ছেড়ে যাবার বেদনা
সেটাই যে সুখ আমার অন্য কিছু চাইনা।
না না না আমি নিজেকে ভুলতে পারি
তোমাকে ভোলা যাবেনা।।
বিষয়: বিবিধ
১৬৯৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমারে কাঁদায়,
মিটমাট করে দিতে
ডাকিও আমায়৷
পুরোটাই দিয়ে দিলাম সুখে থেকো ভাই
মন্তব্য করতে লগইন করুন