আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সম্মানিত শহীদদের সংখ্যা কত?

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫৫:৫১ দুপুর



বিবিসি খ্যাত সাংবাদিক ( স্বাধীনতা যুদ্ধচালাকালীন বিবিসি বাংলা বিভাগের প্রধান) সিরাজুর রহমান এর তথ্য মতে, শেখ মুজিব তিন লাখ এর ইংরেজী বলতে গিয়ে ভুল বশত থ্রি মিলিয়ন বলে ফেলেছিলেন, সেই ভুলটা আর নিজেও শুধরে যাননি, আর যেহেতু আওয়ামিরা উনাকে অবতার এর স্থান দিয়েছেন তাই উনিতো আর ভুল করতে পারেননা, হয়ে গেল ত্রিশ লাখ, আজও জাতি হিসেব নিকেশ করে ত্রিশ লাখ মেলাতে পারেনা, মুক্তিযোদ্ধাদের সাথে চরম রাজনীতিকরণ করা হয় এটা নিয়ে, তাদের অবমাননা করা হয়, কিন্তু বাস্তবতা হল এই সত্য কথাটাই বলা যাবেনা, ভুলটাই সত্য হিসেবে ধরে নিতে হবে, মানুষ মাত্রই ভুল এই সামন্য ভুলটা মানতে রাজি নয় আওয়ামিলীগ

আসুন এবার প্রথম আলো ব্লগে, নিজেই পড়ুন

আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সম্মানিত শহীদদের সংখ্যা কত?

একটি দেশের স্বাধীনতা এক অমূল্য পাওনা। প্রতিটি স্বাধীনতা সংগ্রামে অনেক লোকের ত্যাগ-তিতিক্ষা জড়িত থাকে। এদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল একটি জনযুদ্ধ। তাই এ যুদ্ধে সকল শ্রণী, পেশার মানুষের ত্যাগ-তিতিক্ষা জড়িত ছিল। সবচেয়ে বড় ত্যাগ করেছে তারা, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের অনেক লোক জীবন দিয়েছে। কিন্তু দূর্ভাগ্যজনক ভাবে শহীদদের কোন তালিকা আমাদের কাছে নেই। আমরা শুধু জানি ৩০ লাখ শহীদ হয়েছে।

১৯৭১ সালের যুদ্ধ নিয়ে যুদ্ধের পরপর গঠিত হামুদুর রহমান কমিশন রিপোর্ট বলেছিল মুক্তিযুদ্ধে মাত্র ৩০ হাজারের মতো নিহত হয়েছে, আন্তর্জাতিক ভাবে বলা হয় বিহারী ও অবাঙ্গালী সহ নিহত হয়েছে ২ লাখ, কিছুদিন আগে ব্রিটিশ মেডিকেল জার্নাল বলেছে সব মিলিয়ে দেড় লাখ, বিচিত্রায় (শাহাদাত হোসেন সম্পাদক) এক সাক্ষাতকারে জেনারেল অরোরা বলেছিলেন, ৩ লাখ হলেও বেশী বলা হবে। কিন্তু আমরা জানি ৩০ লাখ। ১৯৭২ সালের দিকে বঙ্গবন্ধু সরকার শহীদদের পরিবারকে প্রতিজন শহীদের বিপরীতে ২০০০ টাকা করে দেয়ার ঘোষনা দিয়েছিলো। ঐ সময় তৎকালীন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা-কর্মী ও মুক্তিযোদ্ধারা সারা দেশ চষে বেড়িয়ে ৭২ হাজার মতো শহীদের তালিকা তৈরি করেছিলো। ঐ তালিকা থেকে নিহত রাজাকারদের নাম বাদ দিয়ে মোটামোটি ৫০ হাজার জন শহীদের পরিবারকে ২০০০ টাকা করে অনুদান দেয়া হয়েছিলো। অর্থাৎ বঙ্গবন্ধু সরকার খুঁজে পেয়েছিলেন ৫০ হাজারের মতো শহীদ। এরপরও এখনো আমরা শুনে থাকি ৩০ লাখ। এতবড় পার্থক্য কিভাবে হয়? শহীদদের সংখ্যা নিয়ে এতবড় একটি ঘাপলা অবশ্যই দূর করা উচিত হবে। তাহলেই জাতি জানতে পারবে কাদের রক্ত ও জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। শহীদদের সঠিক সংখ্যা বের করা খুবই সহজ একটি কাজ। ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরির কাজ শুরু করা যায়। সরকার শহীদদের মর্যাদার স্বার্থে সঠিক তালিকা তৈরির কাজ শুরু করবেন বলে আমরা আশা রাখি। সে সাথে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান এ কাজটা শুরু করতে পারে। মুক্তিযুদ্ধ যাদুঘর, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সহ সরকারী প্রতিষ্ঠান সমূহ এক্ষেত্রে সঞ্চালকের ভূমিকায় থাকতে পারে।

আমরা আমাদের সম্মানিত পাঠকদের কাছে নিবেদন জানাই, আপনাদের কাছে যদি শহীদের সংখ্যা নিয়ে কোন তথ্য থাকে তাহলে তা প্রকাশ করুন এবং নতুন প্রজন্মকে জানতে দিন কাদের রক্তের উপর এদেশের স্বাধীনতা রচিত হয়েছে।

আমাদেরও কিছু তথ্য আছে মুক্তিযুদ্ধের সম্মানিত শহীদদের সংখ্যা নিয়ে। আমরা সবার সাথে তা share করতে চাই এবং সকলে মিলে এই গবেষণামূলক কাজকে এগিয়ে নিতে চাই। আমরা জানতে চাই কাদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতা।

Click this link

বিষয়: বিবিধ

১৪১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File