ফাঁকা মাঠ বুবু একা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৩ ডিসেম্বর, ২০১৩, ০৬:০৯:৪৯ সকাল
ফাঁকা মাঠ গেলারি
বাকা চোখে হিলারী
বাঁশী মুখে রেফারী
মেসী কাকা আনাড়ি
বুবুর পায়ে বল
পাছায় অসূর বল
কিক হল ছল
ছুটে আসে মল
আহা কি গন্ধ!
বল খেলা বন্ধ
বুবুর কপাল মন্দ
লেগে গেল দ্বন্দ
খেলা হবে! হবেনা
বুবু ছেড়ে দেবেনা
মাঠ ছেড়ে যাবেনা
বোঝানো আর গেলনা
বুবু তবু একা একা
গোল দেয় মাঠ ফাঁকা
নাচ দেয় ঝাকা নাকা
গোল গোল ওয়াকা ওয়াকা
বিষয়: বিবিধ
২৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন