এমনই ঘুম পেল সেদিন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫৩:২৬ রাত
এমনই ঘুম পেল সেদিন
দেখেছিলাম কত স্বপ্ন রঙ্গিন
তোমার কোলে মাথা রেখে প্রিয়
বলেছিলাম পুলিশ মারুক প্রতিদিন।।
একটু নাহয় খেলাম ডান্ডার বাড়ি
বিনিময়ে যদি মাথা কোলে রাখতে পারি
সেটাই হোক তবে শাহবাগের মোড়ে
আমি যখন মাথা ঘুরে যাব পড়ে।
তোমার কোলে মাথা রেখে ধরে ঝিম
কাটাব নিশি ধরলে হিশি নেব পলিথিন।।
পুলিশ তুই রাজাকার বলব আমি বারবার
তুমিও কিন্তু ছাড় দেবেনা বাড়ি দেবে ডান্ডার
এমন করে মারবে যেন বেথা নাহি পাই
ভান করে বলব আমি পরান যেতে চায়।
তারপর কোল পেতে দেবে রাখি বা নাজনিন
বলব আহা ভীষণ ব্যাথা হাতটা একটু কপালে দিন।।
বিষয়: বিবিধ
১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন