বুড়ো বুড়ির সুড়সুড়ি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৪:২৬ দুপুর
আগুণের পরশ পেলে যেমন করে মোম গলে
বল দেখি কিসের ছোয়ায় আশি বুড়ুর মন টলে
একটু অভি মান হলে একটু দুরে যায় চলে
আবার কিন্তু যায় ভুলে একটু হাতের পরশ পেলে
বুড়ো যখন ব্যাস্ত আবার বুড়ির ঘরে আনাগোনা
মিষ্টি হাতে মুখ লুকিয়ে বাবলু তাজুল দেয় হানা
হাসছো নাকি কান্ড দেকে বুড়োবুড়ির রং তামাশা
এমন কান্ড চলছে এখন আমার দেশে হর হামেশা
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন