মৃত্যু এখন পানির দরে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫২:৫৮ বিকাল



মৃত্যু এখন শস্তা ভীষণ আমার দেশে

ফেলছে লাশ মারছে পুলিশ হেসে হেসে

পাচ্ছে বোনাস বুলেট ছুড়ে লাশ গুণে

আতংক তাই পথে ঘাঠে জনে জনে।

Not Listening

মৃত্যু এখন পানির দরে হর হামেশায়

রাস্থা ঘাটে নদীর জলে ভেসে যায়

কেউ হাসছে কেউ কাঁদছে অঘোর ঘোরে

কেউ আতংকে পুলিশ কখন কড়া নাড়ে।

Not Listening

মৃত্যু এখন খুব সহজে ঘুরে ফিরে

কেউ জানেনা বুলেট কখন বুক চিড়ে

কেউ রাখেনা খবর আর রাষ্ট্র সরকার

মৃত্যকূপ লাশের দেশ আজ বাংলা আমার ।



বিষয়: বিবিধ

৭২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File