মৃত্যু এখন পানির দরে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৫:৫২:৫৮ বিকাল
মৃত্যু এখন শস্তা ভীষণ আমার দেশে
ফেলছে লাশ মারছে পুলিশ হেসে হেসে
পাচ্ছে বোনাস বুলেট ছুড়ে লাশ গুণে
আতংক তাই পথে ঘাঠে জনে জনে।
মৃত্যু এখন পানির দরে হর হামেশায়
রাস্থা ঘাটে নদীর জলে ভেসে যায়
কেউ হাসছে কেউ কাঁদছে অঘোর ঘোরে
কেউ আতংকে পুলিশ কখন কড়া নাড়ে।
মৃত্যু এখন খুব সহজে ঘুরে ফিরে
কেউ জানেনা বুলেট কখন বুক চিড়ে
কেউ রাখেনা খবর আর রাষ্ট্র সরকার
মৃত্যকূপ লাশের দেশ আজ বাংলা আমার ।
বিষয়: বিবিধ
৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন