নেতা তোমায় সালাম জানায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ ডিসেম্বর, ২০১৩, ০৮:০০:৫৯ রাত
নেতা তোমায় সপে দিলাম স্বয়ং আল্লাহর হাতে
আমরা হয়তো রুখতে পারিনি আজকে দিবা রাতে
একটু তোমার কষ্ট হবে মিনিট পাঁচ দশেক
তারপরেইতো স্বাধীন তুমি অন্য জীবন এক
মৃত্যু তুমি হও শীতল আগুণ যেমন মুসার
তোমার কাছে এইটুকু চাই নয়তো কিছু আর
দুহাত তুলে চোখের জ্বলে তাহাজ্জুতের রাতে
কবুল কর আল্লাহ তুমি শহীদ কাফেলাতে
নেতা তোমায় দিলাম বিদায় ছাড়ছিনা তবু হাল
তোমার চলার পথেই আমরা উড়িয়ে দেব পাল
নেতা তোমায় সালাম জানায় শেষ বারের মতো
ভুল ত্রুটি ক্ষমা কর চাইছি দোয়া সহযোদ্ধা যত
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন